প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার ৮ই জুলাই, ২০২৫ ২৪শে আষাঢ়, ১৪৩২ ১২ই মহর্‌রম, ১৪৪৭

চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের ধাক্কায় ১ জন নিহত

নিজস্ব প্রতিবেদক: ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ডেন্টাল চিকিৎসকের চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় মাহমুদুল হাসান লিটন (৩১) নামে এক দন্ত চিকিৎসক নিহত হয়েছেন। সোমবার (৫ ফেব্রুয়ারি) সকালে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ স্থলবন্দর সড়কের রানীহাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। মাহমুদুল হাসান শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ওপর চাকপাড়ার আতাউর রহমানের ছেলে। তিনি কানসাট এলাকায় নিজের চেম্বারে প্রাইভেট প্র্যাকটিস করতেন। ওসি সাজ্জাদ হোসেন জানান, সকাল ৮টার দিকে মাহমুদুল হাসান মোটরসাইকেলযোগে চাঁপাইনবাবগঞ্জ শহরের দিকে আসছিলেন। রানীহাটি এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর ট্রাকটি পালিয়ে যায়। ওসি আরও জানান, মাহমুদুল হাসানের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন