প্রিন্ট এর তারিখঃ সোমবার ৭ই জুলাই, ২০২৫ ২৩শে আষাঢ়, ১৪৩২ ১১ই মহর্‌রম, ১৪৪৭

লালমনিরহাটে হাতিবান্ধায় ভুট্টা ক্ষেত থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

চয়ন কুমার রায় লালমনিরহাট জেলা প্রতিনিধি: লালমনিরহাটের হাতিবান্ধা থানা পুলিশ পরিত্যাক্ত অবস্থায় একটি নবজাতকের লাশ উদ্ধার করেন। সোমবার (৫ ফেব্রুয়ারি) উপজেলার বড়খাতা ডিগ্রী কলেজের পাশে একটি ভুট্টাক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানা যায়। স্থানীয় সূত্রে জানা যায়, জনৈক এলাকাবাসী প্রথমে শিশুটির মরদেহ দেখতে পায় এবং এলাকায় শোরগোল পরে । মূহুর্তে উৎসুক জনতা ভীর জমাতে থাকে। সকলে বলছে রাতের আধারে কে বা কারা নবজাতকের মরদেহটি ভুট্টাক্ষেতে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তা দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়। হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) নির্মল চন্দ্র মোহন্ত বলেন, এ ঘটনায় এখনো শিশুটির মরদেহের পরিচয় পাওয়া যায়নি, তদন্ত চলছে, ক্লু পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান। এঘটনায় এলাকায় জনগনের মধ্যে অনেক প্রশ্ন উঠেছে এবং চাঞ্চল্যকর পরিস্তিতির সৃস্টি হয়ে গেছে।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন