প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

জয়পুরহাটে কাঁচাসবজি ও পণ্যবাহি ট্রাকের গতিরোধ করে চাঁদা আদায়কারী গ্রেফতার

মোঃ নেওয়াজ মোর্শেদ নোমান,জয়পুরহাটঃ জয়পুরহাট সদর থানাধীন কলাবাজার এলাকা থেকে কাঁচাসবজি ও পণ্যবাহি ট্রাকের গতিরোধ করে চাঁদা আদায়কারী তোফাজ্জল কে চাঁদাবাজির নগদ টাকা ও সরঞ্জামসহ গ্রেফতার করেছে র‌্যাব।সোমবার (০৫ ফেব্রুয়ারি) সকালে প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট এর চৌকস আভিযাানিক দল রোববার সন্ধায় কাঁচা সবজি ও পণ্য পরিবহনের ট্রাক থেকে স্থানীয় রাজনীতিবীদ ও সিটি কর্পোরেশন এর নাম ব্যবহার করে চাঁদা আদায় করার সময় চাঁদা তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত চাঁদাবাজ মোঃ তোফাজ্জল হোসেন (৪৬), জয়পুরহাট সদর উপজেলার পাকড়ডেরা এলাকার মোঃ পাঁচকর মন্ডলের ছেলে।সে দীর্ঘদিন ধরে জয়পুরহাট সদর থানার কলাবাজার এলাকায় কাঁচা সবজি ও পণ্য পরিবহনের ট্রাক হতে স্থানীয় রাজনীতিবীদ ও সিটি কর্পোরেশন এর নাম ব্যবহার করে চাঁদা তুলে আসছিল। সে সাধারণ ড্রাইভার কে বিভিন্নভাবে ভয় দেখিয়ে জিম্মি করে রাখত, যেন কেউ তার চাঁদাবাজীর ব্যাপারে মুখ না খুলে।যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে তাকে জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন