প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

৫০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ ০৫ মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক: গ্রেফতারকৃত আসামীরা একটি সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্র। তারা সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করত। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে, উল্লেখিত এলাকায় মাদক ব্যবসায়ীরা মাদক বিক্রয় করছে এবং মাদক সেবীরা ব্যবসায়ীদের নিকট থেকে ক্রয় করে আসর বসিয়ে মাদক সেবন করছে। র‌্যাব এর একটি আভিযানিক দল পূর্ব পরিকল্পনা মোতাবেক উক্ত স্থানে অবস্থান নিলে মাদক ক্রয়-বিক্রয় সহ সেবনের সময় তাদেরকে হাতেনাতে গ্রেফতার করে। পরবর্তীতে এলাকার নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে আসামীদের নিকট হতে ৫০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ০৪ ফেব্রæয়ারি ২০২৪ ইং তারিখ ২১:৩০ ঘটিকায় চাঁপাইনববাগঞ্জ জেলার গোমস্তাপুর থানাধীন রহনপুর পৌরসভাধীন নুনগোলা (কেডিসি পাড়া) গ্রামস্থ এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ক্রয় বিক্রয়ের সময় মাদক ব্যবসায়ী ১। মোঃ আসাদুল ইসলাম (২২), পিতা-মোঃ মনিরুল ইসলাম, মাতা-মোছাঃ মাজিনুর বেগম, সাং-মাখতাপুর, ২। মোঃ মিঠুন আলী (৩০), পিতা-মোঃ আয়নাল হক, মাতা-মোছাঃ মিনু আরা খাতুন, সাং-দশিমনি কাঠাল, ৩। নুর মোহাম্মদ (১৯), পিতা-মোঃ রবিউল ইসলাম, মাতা-নুর নাহার বেগম, সাং-প্রসাদপুর, ৪। মোঃ আক্তারুল ইসলাম (৩০), পিতা-মৃত সাইফুদ্দিন, মাতা-মোছাঃ রেজিয়া বেগম, সাং-সন্তোষপুর বাঙ্গাবাড়ী, ৫। মোঃ মাসুদ রানা(২৭), পিতা-মৃত জজিম, মাতা-মৃত ফিকি বেগম, সাং-বাঙ্গাবাড়ী, সর্ব থানা-গোমস্তাপুর, জেলা- চাঁপাইনবাবগঞ্জ’দের ৫০ পিচ ইয়াবা ট্যাবলেট এবং ইয়াবা সেবনের সরঞ্জামাদি সহ র‌্যাব কর্তৃক হাতেনাতে গ্রেফতার হয়। উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানায় মামলা রুজু করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন