প্রিন্ট এর তারিখঃ সোমবার ৭ই জুলাই, ২০২৫ ২৩শে আষাঢ়, ১৪৩২ ১১ই মহর্‌রম, ১৪৪৭

নরসিংদী রায়পুরা উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও জন প্রতিনিধিগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে

মোঃ মোবারক হোসেন নাদিম,বিশেষ প্রতিনিধিঃ 

গতকাল  রবিবার (০৪ঠা ফেব্রুয়ারি ২০২৪ খ্রি.) নরসিংদী রায়পুরা উপজেলার উন্নয়ন কার্যক্রম, আইন- শৃঙ্খলা,জন্ম ও মৃত্যু নিবন্ধন, সামাজিক সম্প্রীতিসহ সার্বিক বিষয়ে উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও জন প্রতিনিধিগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির আসন অলংকরণ করেন নরসিংদী জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ড.বদিউল আলম।বিশেষ অতিথির আসন অলংকরণ করেন উপপরিচালক (উপসচিব), স্থানীয় সরকার জনাব মৌসুমী সরকার রাখী। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন রায়পুরার উপজেলা নির্বাহী অফিসার জনাব রোজলিন শহীদ চৌধুরী।উক্ত সভায় উপস্থিত উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও জন প্রতিনিধি গণের সাথে মতবিনিময় কালে প্রধান অতিথি রায়পুরা উপজেলায় জন্মগ্রহণকারী কৃতি সন্তানদের কথা স্মরণ করে সামনের দিনের চ্যালেঞ্জ মোকাবিলা,আশু ইউপি নির্বাচন এবং অন্যান্য ভবিষ্যৎ কার্যক্রমে সকলের সম্মিলিত সহযোগিতার আহ্বান করেন।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন