প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

১ গাঁজা চাষিসহ গত ৪৮ ঘন্টায় কুড়িগ্রামে বিভিন্ন অপরাধে ৩১ জন গ্রেফতার

আশিকুর রহমান প্রতিনিধি :
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে নিজ বসতবাড়িতে গাঁজা চাষ করার অপরাধে ১ গাঁজা চাষিসহ জেলার বিভিন্ন থানার পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে গত ৪৮ ঘন্টায় ৩১ জন অপরাধীকে গ্রেফতার করেছে।

গতকাল কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া সূত্রে জানা যায়, জেলার ভূরুঙ্গামারী থানা পুলিশের একটি চৌকস টিম গত ২ ফেব্রুয়ারি গোপন সংবাদের ভিত্তিতে ভূরুঙ্গামারী থানাধীন ২নং শিলখুড়ি ইউনিয়নের দক্ষিণ ধলডাঙ্গা (ঝালবাজার) এলাকার মাদক কারবারি মোঃ হামিদুল ইসলাম ‘কে তার নিজ বাড়িতে গাঁজার গাছসহ হাতেনাতে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত হামিদুল ইসলাম তার নিজ বাড়িতে গাঁজা চাষ করে আসছিল। এই সংক্রান্তে ভূরুঙ্গামারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা রয়েছে।

এছাড়া কুড়িগ্রাম জেলার বিভিন্ন থানার পুলিশ গত ৪৮ ঘন্টায় বিশেষ অভিযান পরিচালনা করে জিআর ওয়ারেন্ট মূলে ০১ জন (ফুলবাড়ী), সিআর ওয়ারেন্ট মূলে ০৮ জন (উলিপুর-০৬, নাগেশ্বরী-০২), নিয়মিত মামলায় গ্রেফতার ১৮ জন (কুড়িগ্রাম-০১, নাগেশ্বরী-০৩, ফুলবাড়ী-০২, রাজিবপুর-০১, রৌমারী-১০, কচাকাটা-০১), পূর্বের মামলায় ০২ জন (কুড়িগ্রাম -০১, ফুলবাড়ী-০১), সিআর সাজা ওয়ারেন্ট মূলে ০১ জন (উলিপুর) ৩০ জনসহ মোট ৩১ জন অপরাধীকে গ্রেফতার করে।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) জনাব মোঃ রুহুল আমীন বলেন, নিরাপদ কুড়িগ্রামের জন্য আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। ফৌজদারি অপরাধ যেমন চুরি, ছিনতাই, মাদক, নারী নির্যাতন সহ শান্তিনবিনষ্ট কারী, উগ্রবাদ, সাইবার অপরাধের সাথে যেই জড়িত থাকুক না কেন, তাকে আইনের আওতায় আনতে কুড়িগ্রাম জেলা পুলিশ দৃঢ়তার সাথে কাজ করে যাচ্ছে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন