প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

সাতক্ষীরার কালিগঞ্জে এক যুবকের আত্মহত্যা

 ভ্রাম্যমান প্রতিনিধি: এস এম তাজুল হাসান সাদ: সাতক্ষীরা জেলার কালিগঞ্জে গলায় ফাঁস দিয়ে মোঃ হাসান (২২) নামক যুবকের আত্মহত্যা ৪ ফেব্রুয়ারী রবিবার ভোরে উপজেলার নলতা ইউনিয়নের বিশেলক্ষী গ্রামে এ ঘটনা ঘটে। হাসান ঐ গ্রামের জেলে মোঃ আনাসার আলীর ছোট ছেলে।প্রতিবেশি আরিজুল ইসলাম বলেন, হাসান দীর্ঘদিন মানসিক ভারসাম্যহীন ছিলেন। সে বিবাহিত এবং ২ বছর বয়সী একটি মেয়েও আছে তার। হাসানের মেজ ভাই সাজু বলেন, হাসান মাঝে মধ্যে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। ভোরে উঠে আমরা একসাথে জাল টানতে যায়। আজ ভোরে তাকে পাচ্ছিলাম না, ডাকাডাকি করে যখন বাগানের দিকে আসি, দেখতে পাই আমার ছোট ভাই হাসান দাদির ওড়না দিয়ে বাঁশ গাছে গলায় ফাঁস দিয়েছে। কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহিন জানান, ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। ময়না তদন্ত শেষে পরবর্তীতে সঠিক তথ্য জানা যাবে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন