প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

মাহামুদা আক্তার মটি এর শুভ জন্মদিন শুভেচ্ছা রইলো সম্পাদকের পক্ষ থেকে

নিজস্ব প্রতিবেদন: আজ সাংবাদিক মাটি মামুন এর প্রথম মেয়ে মাহামুদা আক্তার মটি এর (১৬)তম শুভ জন্মদিন। ১৬ বছর পেরিয়ে ১৭ বছরে পর্দাপণ করলো তাই সকলের কাছে দোয়া করবেন। মিষ্টি আলোর, ঝিকিমিকি সবুজ ঘাসে ঘাসে স্নিগ্ধ হওয়ায় দুলিয়ে মাথা ফুলের কলি হাঁসে। পাখির গানে পরিবেশে মায়াবি এক ধোঁয়া, পেয়েছে ওরা তোমার শুভ জন্মদিনের ছোঁয়া।আমি মোঃ আনছারুজ্জামান রেজুয়ান ইসলাম এম.এ সম্পাদক দৈনিক কলম যোদ্ধা,সাধারন সম্পাদক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশন গাইবান্ধা জেলা,বাংলাদেশ রিপোর্টার জাতীয় দৈনিক সন্ধাবানী পত্রিকা এবং রংপুর বিভাগীয় ব্যুরো প্রধান রিপোটার বাংলা টিভি। আমি আমার পক্ষ থেকে ও দৈনিক কলম যোদ্ধা পত্রিকার পরিবারের পক্ষ থেকে মাটি মামুন এর প্রথম মেয়ে মাহামুদা আক্তার মটি এর (১৬)তম শুভ জন্মদিন শুভেচ্ছা জানাচ্ছি।আল্লাহ তায়ালা তাকে বাকী জীবন হেফাযতে রাখুক আমিন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন