প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

চাঁপাইনবাবগঞ্জে আদম ব্যবসায়ী খাদেমের প্রতারণার বিরুদ্ধে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক: বিদেশ নিয়ে যাওয়া ও চাকুরী দেয়ার নাম করে চাঁপাইনবাবগঞ্জের ৯ জনকে লাখ টাকা বেতনের প্রলোভনে প্রবাসে পাঠিয়ে দেওয়া পরিবারের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া প্রতারণাকারী খাদেমুল ইসলামকে গ্রেফতারের দাবীতে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার। প্রতারণার শিকার তাদের পরিবারের সদস্যরা,আজ রোববার সকাল সাড়ে ১০টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করে এ প্রতারণার প্রতিবাদ জানায়। আধাঘন্টাব্যাপী চলা এ মানববন্ধনে বক্তব্য রাখেন,মোঃ মাইনুল ইসলাম,ফাতেমা বেগম,তহমিনা বেগম,মোঃ দুরুল হোদা প্রমুখ।বক্তারা বলেন,আদম ব্যবসায়ী খাদেমুল ইসলামের প্রতারণার শিকার হয়েছে চাঁপাইনবাবগঞ্জ জেলাসহ বিভিন্ন জেলার ৫৩ জন। এদের মধ্যে ৯ জন চাঁপাইনবাবগঞ্জের,তুর্কিস্থানে তাদেরকে ভাল চাকুরি দেওয়ার নামে প্রত্যেকের কাছ থেকে ৭ লাখ টাকা করে নেয়। পরবর্তীতে তারা বিদেশ যাবার পর একাধিক দালালের হাতে রদবদল হয়েছে। কিন্তু তাদেরকে কিরগিজিস্থানের কতাগিরি অঞ্চলে এক ঘরে বন্দি করে রেখে ২ লাখ টাকা করে মুক্তিপণ দাবী করে। এসব পরিবারের সদস্যরা নিঃস্ব ও অসহায় হয়ে পড়েছেন। খাদেমুল ইসলামের বিরুদ্ধে আরও অভিযোগ করে বলেন,৪ বছর আগে ইতালি পাঠানোর কথা বলে কয়েক কোটি টাকা হাতিয়ে নেয়। এভাবে তিনি প্রচুর অর্থসম্পদশালিতে পরিণত হন। তাকে আইনের আওতায় এনে দ্রুত বিচারের দাবী জানিয়েছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। পরে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করে ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন