প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

দৈনিক দিনের আলোর সম্পাদক ও কলম যোদ্ধার প্রকাশক ছেলের বাবা হলেন আজ

দৈনিক দিনের আলোর সম্পাদক ও কলম যোদ্ধার প্রকাশক ছেলের বাবা হলেন আজ।তার ছেলের জন্য দৈনিক কলম যোদ্ধা পতিক্রর সম্পাদক ও কলম যোদ্ধা পরিবারের পক্ষ থেকে শুভ কামনা রইলো। আল্লাহ তায়ালা জেন দিনের জন্য তার ছেলেকে কবুল করেন এবং নেক হায়াত দান করেন।আলহামদুলিল্লাহ, পুত্র সন্তানের বাবা হলেন রাজিবুল করিম রোমিও ভাই। দোয়া চাইলেন দেশবাসীর কাছে সম্পাদক দৈনিক কলম যোদ্ধা আলহামদুলিল্লাহ, ❏ আজ রবিবার ❏ ৪ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ ❏ ২১ মাঘ ১৪৩০ বঙ্গাব্দ (বাংলাদেশে) ❏ ২২ রজব ১৪৪৫ হিজরি, পুত্র সন্তানের বাবা হয়েছেন রাজিবুল করিম রোমিও ভাই। সন্তান ও মা দুজনেই সুস্থ রয়েছেন বলে জানা গেছে। রবিবার সকালে সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার সদর হাসপাতালে সন্তান জন্ম দেন তার স্ত্রী। এ তথ্য নিশ্চিত করেছেন রাজিবুল করিম রোমিও ভাই নিজেই। এদিকে রাজিবুল করিম রোমিও ভাইয়ের গ্রামের বাড়ি বৃদ্ধমরিচ, ভাংগুড়া, পাবনাতে এই সংবাদে তার পরিবারসহ স্থানীয় এলাকাবাসীরা আনন্দ প্রকাশ করে মিষ্টিমুখ করেন। মিসেস লায়লা করিম দাদী হওয়ার অনুভূতি ব্যক্ত করে রাজিবুল করিম রোমিও ভাইয়ের মা মিসেস লায়লা করিম দৈনিক কলম যোদ্ধা কে বলেন, আলহামদুলিল্লাহ, আমাদের পরিবারে নতুন অতিথি আসায় আমরা সবাই খুশি। আপনারা তার জন্য দোয়া করবেন। রাজিবুল করিম রোমিও ভাই দৈনিক দ্বীনের আলো কে বলেন, আলহামদুলিল্লাহ, নতুন অতিথির আগমন। সে যেন মানুষের উপকারে কাজে লাগে। মানুষের উপকারের জন্য সে নিজের জীবন বিলিয়ে দিতে পারে। সে মানুষের কল্যাণে কাজ করবে এটাই প্রত্যাশা রইল। দৈনিক দিনের আলোর সম্পাদক ও কলম যোদ্ধার প্রকাশক বলেন আমার সন্তানের জন্য দেশবাসীর কাছে দোয়া চাই।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন