প্রিন্ট এর তারিখঃ সোমবার ৭ই জুলাই, ২০২৫ ২৩শে আষাঢ়, ১৪৩২ ১১ই মহর্‌রম, ১৪৪৭

নওগাঁয় গরুর বদলে ট্রাক্টর অতঃপর ঘোড়া দিয়ে জমিচাষ ও মই দিচ্ছেন কৃষক রবিউল

উজ্জ্বল কুমার সরকার নওগাঁঃ প্রাচীন কাল থেকে মালপত্র বহন ও মানুষের বাহনের পাশাপাশি যুদ্ধযান হিসেবে ঘোড়া ব্যবহৃত হয়ে এলেও বর্তমানে তা বিলুপ্তির পথে। কিন্তু ঘোড়া দিয়ে জমি চাষ বিরল ঘটনা। যান্ত্রিক ট্রাক্টরের যুগে ফসলের মাঠে গরুর হাল ঠিকমতো চোখে পড়ে না। আর সেখানে ফসলের মাঠে গরুর বদলে ঘোড়া দিয়ে জমিচাষ করছেন রবিউল ইসলাম নামে এক কৃষক।রবিউল ইসলাম নওগাঁ নিয়ামতপুর উপজেলার চন্দননগর ইউনিয়নের করমজাই গ্রামে বাসিন্দা।সরজমিনে শনিবার (২০ জানুয়ারী) বিকেলে উপজেলার চন্দননগর ইউনিয়নের বেনীপুর গ্রামের পাশে একটি কৃষি জমিতে ঘোড়া দিয়ে জমিচাষ করতে দেখা যায় রবিউল ইসলামকে।ঘোড়া দিয়ে জমিতে মই দিচ্ছেন কৃষক রবিউল ইসলাম। এসময় কথা হলে তিনি বলেন জীবিকার তাগিদে ঘোড়া দিয়ে জমি চাষের লক্ষ্য নিয়েই ৫ বছর আগে ১৪হাজার টাকা দিয়ে একটি ঘোড়া কিনে ছিলেন তিনি। প্রতি বিঘাজমিতে ঘোড়া দিয়ে মই দিতে খরচ নেন দুইশ টাকা। দিনে প্রায় ৫ বিঘা জমিতে ঘোড়া দিয়ে মই দিতে পারেন তিনি। যা দিনে এক হাজার টাকা ইনকাম করেন ঘোড়া থেকে।’তিনি আরোও বলেন, ‘আমন আর বোরো মিলে প্রায় ৬০ হাজার টাকা পান তিনি ঘোড়া থেকে । পাশা পাশি বিভিন্ন সময় ঘোড়া দিয়ে অনন্য শাক সবজির বীজতলা তৈরিতেও কাজে লাগান ঘোড়া। এই ঘোড়া দিয়েই চলে রবিউলের পরিবারের ৫ সদস্যের সংসার নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ আবুল কালাম আজাদ বলেনকৃষকেরা এখন যান্ত্রিক উপায়ে জমি চাষ করেন। ঘোড়া দিয়ে কেউ জমি চাষ করে না। কৃষক রবিউল ইসলাম নিজের প্রয়োজনে বাড়তি আয়ের জন্য ঘোড়া দিয়ে জমি চাষ বা মই দেন এটা তার নিজস্ব ব্যাপার। তবে কৃষি বিভাগ সব সময় আধুনিক মানের যন্ত্রাংশ ব্যবহার করে চাষাবাদ করার জন্য কৃষকদের পরামর্শ দেয় বলে জানান এই কর্মকর্তা। নওগাঁ।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন