প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার ৮ই জুলাই, ২০২৫ ২৪শে আষাঢ়, ১৪৩২ ১২ই মহর্‌রম, ১৪৪৭

নাটোরে স্ত্রীকে চাকুরীর পরীক্ষা দেওয়াতে এসে বাবা ও ছেলে ট্রেনে কাটা পড়ে মর্মান্তিক মৃত্যু

মোঃ সাহাবুল আলম :নাটোর বড়াইগ্রামের ৩নং জোনাইল ইউনিয়নের জোনাইল কলেজ পাড়ার বাবা ও ছেলের ট্রেনে নিচে কাটা পড়ে মর্মান্তিক ভাবে নিহত হয়েছে। নিহত মো: রতন আলী(৩০) জোনাইল কলেজ পাড়ার মো: আলাউদ্দিনের ছেলে ও নিহত রতন আলীর ০৬ বছরের শিশু পুত্র ওমর সানি। প্রত্যক্ষ সূত্রে জানা যায় যে রতন আলী স্ত্রীকে প্রাথমিক বিদ্যালয়ের চাকুরীর পরীক্ষা দেওয়াতে আসার উদ্দেশ্য তারা গ্রামের বাসায় আসেন গত ০১/০২/২৪ তারিখে বৃহস্পতিবার

গত০২/০২/২৪ শুক্রবার সকাল ১০টায় নাটোরে স্ত্রীকে প্রাথমিক বিদ্যালয়ের চাকরি পরীক্ষা দেওয়াতে নিয়ে যায়।
পরীক্ষা শেষ হলে দুপুরের দিকে স্ত্রী ও সন্তানকে নিয়ে ঢাকায় গার্মেন্টসে চাকরি করার সুবাদে বাসে চড়ে সপরিবারে ঢাকায় যাচ্ছিলেন। যাবার পথে ঢাকা- টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের আনিয়াবাড়ি এলাকায় রেল লাইনের সামনে বাসটি নষ্ট হয়ে থেমে যায়, তখন বাবা ও ছেলে বাস থেকে নেমে
রেললাইন এর উপর একটু হাটাহাটি করছিল।
হঠাৎই পেছন থেকে ট্রেন এসে সাজরে ধাক্কা দিলে ট্রেনে নিচে কাটা পড়ে গত শুক্রবার (২ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৮টা ২০ মিনিটের দিকে বাবা ছেলের মর্মান্তিক মৃত্যু হয় এবং একই সময়ে রাজশাহীর বেলপুকুরের এলাকার শরীফুল ইসলাম (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়।
টাঙ্গাইল রেলস্টেশনের মাস্টার মো. নাজমুল হুদা বকুল তিনজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি ঘটনাস্থলে পৌঁছালে তাৎক্ষণিক তিনজন কাটা পড়ে নিহত হন।
তিনি জানান, উত্তরবঙ্গগামী একটি বাস নষ্ট হয়ে ঘটনাস্থলের কাছে দাঁড়িয়েছিল। যাত্রীরা গাড়ি থেকে নেমে রেললাইন ধরে হাঁটাহাঁটি করছিলেন। এ সময় দ্রুত ট্রেন চলে আসায় কাটা পড়ে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। পরে বাসটি সচল হলে দ্রুত সেখান থেকে চলে যায়।
এ বিষয়ে টাঙ্গাইল রেলওয়ে পুলিশের সদস্য আলী আকবর জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে লাস তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয় বলে জানান তিনি।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন