প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

গোবিন্দগঞ্জে বিল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

মোস্তাকিম রহমান,গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই ইউপির শীতল নামক এলাকায় ডাঙ্গার বিল থেকে অজ্ঞাত (৫০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

শনিবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার নাকাই ইউনিয়নের শীতল গ্রামের ডাঙ্গার বিল নামক স্থান থেকে
অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, সকালের দিকে কৃষকরা জমিতে গেলে ডাঙ্গার বিলের মাঝস্থানে অপরিচিত এক ব্যক্তির লাশ ভাসতে দেখা যায়।মুহূর্তে এ ঘটনাটি চারদিকে ছড়িয়ে পড়লে সেখানে উৎসুক জনতার ভিড় জমে।

এরপরে খবর পেয়ে থানার পুলিশ ওই স্থান থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে।

এ তথ্যটি নিশ্চিত করেছে, নাকাই ইউনিয়ন পরিষদের (ইউপি) ৯ নম্বর ওয়ার্ড সদস্য মেজবাউল সরকার বলেন,বিল থেকে উদ্ধার করা অজ্ঞাত ব্যক্তির মরদেহটির পরিচয় পাওয়া যায়নি।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ বলেন, ডাঙ্গার বিল নামক স্থান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন