প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

মতি ভান্ডারের ৬০তম ওরশ শরিফ ৪ঠা ফেব্রুয়ারি

মুহাম্মদ নাছির উদ্দীন,চট্টগ্রামঃ

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পূর্ব ফরহাদাবাদী গাউছে ভান্ডার অলিয়ে মোকাম্মেল, ফানাফিল্লাহ্, বাকাবিল্লাহ্, হযরত শাহছুফী মৌঃ মতিয়র রহমান শাহ্ (রাঃ বি,এ) (প্রকাশ শাহ্ ছাহেব কেবলা) ফরহাদবাদির ৬০তম পবিত্র বার্ষিক ওরশ শরিফ “আঞ্জুমানে আশেকানে মতি ভান্ডার’র” উদ্যোগে মহাসমারোহে অনুষ্ঠিত হবে।

সকাল ৭টায় শাহছাহেব কেবলা ফরহাদাবাদির মাজার শরিফে পবিত্র কুরআন খতম ও মিলাদ শরিফের মাধ্যমে ওরশের আনুষ্ঠানিকতা শুরু হবে।
সকাল ১০টায় মাজার শরীফে গোসল ও পুষ্পমাল্য অর্পণ। এছাড়া দিনব্যাপী বিভিন্ন মানবিক কর্ম ও ইবাদত বন্দেগির মাধ্যমে ভক্তরা দিনটি উদযাপন করবে।
রাত ১০ টায় সেমাহ ও কাওয়ালী মাহফিল অনুষ্ঠিত হবে।এরপর দরবারে সাজ্জাদানশীন শাহজাদা মোঃ কামাল শাহ্ আখেরি মোনাজাত ও তবারুক বিতরণের মাধ্যমে ওরশের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।
ওরশ যাতে সুন্দর, সুশৃংখল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এইজন্য “আঞ্জুমানে আশেকানে মতি ভান্ডার” পরিচালনা কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ইতোমধ্যে সার্বিক ব্যবস্থাপনা সম্পন্ন করা হয়েছে।

ওরশ শরীফকে সফল করে সকলে যাতে শাহ ছাহেব কেবলা’র মহান রহমত অর্জন করতে পারেন সেজন্য ওরশ পরিচালনা কমিটির সভাপতি,বীর মুক্তিযোদ্ধা জনাব, মির্জা মোঃ আকবর সকলের সহযোগিতা চেয়েছেন।
ওরশ শরীফ সফল করার জন্য দরবারে সাজ্জাদানশীন শাহজাদা মোঃ কামাল শাহ সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন