উজ্জ্বল কুমার সরকার নওগাঁঃ
গীতার আলো ঘরে ঘরে জ্বালো, গীতার ধ্যান ধারণা ও জ্ঞানকে হিন্দু সম্প্রদায়ের প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছে সনাতন বিদ্যাপীঠের সদস্যবৃন্দরা। সনাতন বিদ্যাপীঠ নওগাঁ জেলা শাখার উদ্দেগে নওগাঁ জেলার মান্দা উপজেলার মৈনম ইউনিয়নের রায়পুর গ্রামে ৬৮ তম গীতা স্কুল উদ্বোধন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-জনাব, ব্রহানী সুলতান মাহমুদ (গামা), মাননীয় সংসদ সদস্য ৪৯ নওগাঁ-৪ মান্দা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জনাব আনিছুর রহমান, চেয়ারম্যান ৬ নং মৈনম ইউপি, বাবু নয়ন চন্দ্র, নিশিকান্ত মন্ডল, তপন দেবনাথ, সভাপতি সনাতন বিদ্যাপীঠ, প্রনয় চন্দ্র মন্ডল প্রভাষক, বিমল সরকার- সচিব, বিকাশ দাস-যুগ্ম আহবায়ক বৈদিক গীতা শিক্ষা কার্যক্রম নওগাঁ জেলা শাখা, উজ্জল কুমার মন্ডল, রঞ্জিত মন্ডল। অনুকুল কুমার মন্ডল, বাচ্চু কুমার মন্ডল ও সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বিদ্যুৎ মহন্ত, অমল কুমার মন্ডল, পরিমল কুমার, বাপ্পি মন্ডল, আকাশ চক্রবর্তী, দিপক মন্ডল, অরুপ দাস, সুমন মন্ডল, রতন দাস, বিপ্লব মন্ডল, পবিত্র কুমার, প্রান্ত মন্ডল, সঞ্জয় সরকার, তপন কুমার, দুরদেশ কুমার, পলাশ কুমার, চন্দন প্রামানিক, উৎসব দেবনাথ, সঞ্জয় কুমার মন্ডল, বিকাশ দাস, সুব্রত রায়, পরিক্ষিত দেবনাথ, মানিক কুমার, অনন্ত বর্মন ও অন্যান্য সদস্য বৃন্দ। আয়োজনে ছিলেন জগন্নাথ দেব, সবুজ কুমার, বিধান চন্দ্র পল্লী চিকিৎসক সুদেব চন্দ্র (বাবলু) মেম্বার ৬নং মৈনম ইউপি ৪ নং ওয়ার্ড রায়পুর, সুবাস চন্দ্র সাধারণ সম্পাদক ওয়ার্ড আওয়ামীলীগ ও রায়পুর গ্রাম বাসী। সনাতন ধর্মের কুসষ্কার কে দুরীভূত করে গীতার জ্ঞান ধরনা সনাতনীদের ঘরে ঘরে পৌছে দেবার জন্য অক্লান্ত কাজ করে চলেছে বিদ্যাপীঠ ।
নওগাঁ।