প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

নারায়ণগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মকবুল হোসেন এক শ্রমিকের মৃত্যু।

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ 

নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মকবুল হোসেন (২৫) নামের এক শ্রমিকের মৃত্যু
হয়েছে।

শনিবার দুপুরে (নাসিক) ২ং ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটেছে।

নিহত ব্যক্তির পিতার নাম মিজানুর রহমান। সে একই ওয়ার্ডের মিজমিজি দক্ষিণপাড়া বসবাস করতেন।

পুলিশ সুত্রে জানা গেছে, মৃত্যুবরণ করা মকবুল হোসেন একজন শ্রমিক ছিলেন। আজ ওই এলাকার প্রবাসী মোকলেছুর রহমানের নির্মানাধীন ভবনের বিদ্যুতের কাটআউট লাগানোকালীন সময়ে ফ্লাগটি বেজা থাকায় বিদ্যুৎস্পষ্ট হন সে। সেসময় ঘটনাস্থলে থাকা মানুষজন তাৎক্ষণিকভাবে হাসপাতালে নেবার আগেই মৃত্যু বরন করে।

এ বিষয়ে ঘটনাস্থলে যাওয়া সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মশিউর রহমান নয়ন জানিয়েছেন, ঘটনার অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা সেখানে গিয়ে মরদেহটি উদ্ধার করেছি। মৃত ব্যক্তির পরিবার থেকে মামলার কোনো প্রস্তুতি নেয়া হয়নি। তারা জিজ্ঞেস করা হলে জানিয়েছেন মামলা করবে না। তাই এ ঘটনায় আমরা একটি অপমৃত্যু দায়ের করছি।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন