প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

অ্যাডভান্স একাডেমির বার্ষিক ক্রিয়া ও চিত্রাঙ্কন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়

মাটি মামুন রংপুরঃ 

রংপুর নগরীর ৪নং ওয়ার্ড খটখটিয়ার প্রস্তাবিত পরশুরাম থানার বিপরীতে অ্যাডভান্স একাডেমির বার্ষিক ক্রিয়া ও চিত্রাঙ্কন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
গতকাল ৩ ফেব্রুয়ারী ২০২৪ সকাল ১০ টার সময়।
উক্ত অনুষ্ঠান পরিচালনা করেন পরিচালক মোঃ আইনুল ইসলাম সহকারী শিক্ষক উম্মে কুলসুম স্কুল এন্ড কলেজ,মহিপুর,গংগাচড়া রংপুর।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মোখলেছুর রহমান তরু (কাউন্সিলর) ৫নং ওয়াড, মহানগর, রংপুর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মামুন-অর রশিদ,সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ পরশুরাম থানা রংপুর।
এছাড়াও উপস্থিত ছিলেন মোছাঃ শিল্পী আক্তার এমডি এম এইস ফার্মা কেয়ার, রংপুর।
মোছাঃ রিনা বেগম চাকুরীজীবী কাম টু সেফ।
অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরণ করেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন