প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

কুড়িগ্রামের রৌমারীতে কম্বলের পরিবর্তে শীতার্ত মানুষকে সোয়েটার দিল পুলিশ

মোঃ শফিকুল ইসলাম,স্টাফ রিপোর্টারঃ কুড়িগ্রামে গত দুই সপ্তাহ ধরে তাপমাত্রা নিম্নগামী থাকছে। এই ঠান্ডায় যাতে ছিন্নমূল ও ভাসমান মানুষজন যাতে কষ্ট না পায় এ জন্য রৌমারী থানা পুলিশ রাতের আঁধারে প্রায় অর্ধশত মানুষের মাঝে গরম কাপড় হিসেবে সোয়েটার বিতরণ করেছে।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) বিষয়টি জানিয়েছেন রৌমারী থানা পুলিশ। এর আগে বুধবার (৩১ জানুয়ারি) রাতভর উপজেলার রৌমারী বাজার, কর্তৃমারী বাজার, সায়েদাবাদ বাজার, বরাইকান্দি বাজার, দাঁতভাঙ্গা বাজার ও সালুর মোর এলাকায় এসব সোয়েটার বিতরন করেন তারা। কুড়িগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার উলিপুর সার্কেল মোঃ মহিবুল ইসলামের সহযোগিতায় এসব বিতরণ করা হয়।

রৌমারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হীল জামান জানান, কুড়িগ্রাম জেলায় তো এবার ঠান্ডায় জেলা পুলিশ বিভিন্ন এলাকায় শীতবস্ত্র বিতরণ করেছে। কম্বলের পাশাপাশি এবার আমরা রৌমারীতে ছিন্নমূল ভাসমান মানুষের মাঝে রাতভর সোয়েটার বিতরণ করেছি। সারারাত ধরে এমন কাজ করতে পেরে আসলেই খুবই ভালো লাগছে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন