প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

বিশ্ব জলাভূমি দিবসে সাতক্ষীরা প্রাণশাহের খালের ধারে মানববন্ধন কর্মসূচি

মোঃ আজগার আলী, জেলা প্রতিনিধি সাতক্ষীরাঃ

শুক্রবার (২ ফেব্রুয়ারী) সকাল ১১ টায় সাতক্ষীরা শহরের প্রাণশাহের খালের ধারে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিশ্ব জলাভূমি দিবস পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য, কৃষি, পর্যটনসহ নানা ক্ষেত্রে এক অবিচ্ছেদ্য অংশ হলো জলাভূমি।

‘এখনই জলাভূমি পুনরুদ্ধারের মূখ্য সময়’ প্রতি পাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় প্র‍থম আলো বন্ধুসভা, উপকূলীয় যুব সংগঠন কোস্টাল ইয়ুথ নেটওয়ার্ক ও সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব জলাভূমি দিবস পালিত হয়েছে।

প্র‍থম আলো বন্ধু সভা সাতক্ষীরার সভাপতি কর্ণ বিশ্বাসের সভাপতিত্বে ও যুগ্ম-সাধারণ সম্পাদক মোকাররাম বিল্লাহ ইমন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটির সভাপতি তারিক ইসলাম, কোস্টাল ইয়ুথ নেটওয়ার্ক এর নির্বাহী পরিচালক জাহাঙ্গহীর আলম, বিশিষ্ঠ ব্যাবসায়ী,পরিবেশ কর্মী ও সমাজ সেবক কবি রুহুল আমিন ময়না।

এসময় উপস্থিত ছিলেন, প্র‍থম আলো বন্ধুসভা সাতক্ষীরার সংগঠনিক সম্পাদক মোঃ আবু তাহের, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক সবুজ তরফদার, দূর্যোগ ও ত্রাণ সম্পাদক মোঃ পারভেজ,সাংস্কৃতিক সম্পাদক সোমা রাণী বৈদ্য,অর্থ সম্পাদক সাগরিকা আক্তার সেতু,ডঃ কামরুজ্জামান ইব্রাহিম,মাসুম বিল্লাহ, তামিম শেখ মোঃ আহাদুর জামান সাহেদ প্র‍মূখ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন