প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

স্টোকে মারা গেলেন কালিগঞ্জের দলিল লেখক দেবু

বিশেষ প্রতিনিধি: এস এম তাজুল হাসান সাদঃ 

কালিগঞ্জ দলিল লেখক সমিতির সদস্য, উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের মাস্টার বিমল ঘোষের পুত্র দেবদাশ ঘোষ দেবু, বৃহস্পতিবার দিবাগত রাত্র ২টায় ব্রেন স্টোক জনিত কারণে মৃত্যু বরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৭ বছর।

তার পরিবারের সদস্যদের সাথে কথা বলে জানা যায়, বৃহস্পতিবার সন্ধা ৭টার দিকে তিনি ব্রেণ স্টোকে আক্রান্ত হয়ে আকষ্মিক ভাবে অসুস্থ হয়ে পড়লে শ্যামনগর উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে দ্রুত সাতক্ষীরা হার্ড ফাউন্ডেশনে স্থানান্তর করা হয় এবং সেখানে চিকিৎসারত অবস্থায় রাত্র ২টার দিকে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।
দেবদাশ ঘোষ দেবু একজন ভাল ফুটবলার এবং সামাজিক মানুষ হিসেবে পরিচিত ছিলেন।
সে ২০০৭ সাল থেকে কালিগঞ্জ সাব:রেজিস্টি অফিসের দলিল লেখক হিসেবে কাজ করে আসছিল। তার ৭ও১৭ বছর বয়সী দুটি কন্যা সন্তান রয়েছে। তার অকাল মৃত্যুতে আত্নীয়স্বজন প্রতিবেশী ও এলাকা বাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন