প্রিন্ট এর তারিখঃ সোমবার ৭ই জুলাই, ২০২৫ ২৩শে আষাঢ়, ১৪৩২ ১১ই মহর্‌রম, ১৪৪৭

মির্জাপুর পাহাড়পুরে এমপির বরাদ্দকৃত রাস্তা পরিদর্শন করলেন ভাওড়া ইউনিয়নের চেয়ারম্যান

আনোয়ার হোসেন স্টাফ রিপোর্টারঃ টাঙ্গাইল- ৭ মির্জাপুরের সংসদ সদস্য জনাব খান আহমেদ শুভ এমপির বরাদ্দকৃত ভাওড়া ইউনিয়নের পাহাড়পুরে রাস্তা পরিদর্শন করলেন ভাওড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব হাজী মোঃ মাসুদুর রহমান মাসুদ । ২ ফেব্রুয়ারি ২০২৪ ইং শুক্রবার সকাল ৮ঃ০০ ঘটিকার সময় ভাওড়া ইউনিয়ন পরিষদের ১,২,৩ নং ওয়ার্ড সংরক্ষিত মহিলা মেম্বার রুমি আক্তার এর তত্ত্বাবধানে এমপির বরাদ্দকৃত এই রাস্তা পরিদর্শন করেন। পরে ভাওড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনিয়নের জনসাধারণের সাথে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন ।চেয়ারম্যান আরো বলেন এমপি সাহেবের সহযোগিতায় পর্যায়ক্রমে অবহেলিত বাকি রাস্তাগুলো করে দেবেন বলে আশা ব্যক্ত করেন ।ভাওড়া উত্তরপাড়া জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন । নামাজের পর উপস্থিত মুসল্লিদের সাথে কথা বলার পর হাড়িয়া একটি বিয়ের সামাজিক অনুষ্ঠানে যোগদান করেন ।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন