প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

জাতীয় প্রেসক্লাব সামনে বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলনের অবস্থান কর্মসূচি

মোঃ মোবারক হোসেন নাদিম বিশেষ প্রতিনিধি: আজ ২রা ফেব্রুয়ারী ২০২৪, শুক্রবার ডামি নির্বাচনের মাধ্যমে সংসদের কফিনে পেরেক ও আন্দোলন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দি মুক্তির দাবিতে বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলনের অবস্থান কর্মসূচি পালন হয়েছে ।উক্ত অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরিক অধিকার পরিষদে সংগ্রামী আহবায়ক,বীর মুক্তিযোদ্ধা মাহমুদুর রহমান মান্না। মাহমুদুর রহমান মান্না বক্তব্য মাঝে বলেন দেশের মানুষ শান্তিতে নেই, দ্রব্য মূল্যের উর্ধগতি কারণে মানুষ বাজার করতে পাচ্ছে না দুইবেলা দুমুঠো ভাত পেট ভরে খেতে পাচ্ছে না। আরো বলেন আমাদের আন্দোলন জনগণের জন্য আন্দোলন, জনগণের খাদ্য, জানমান রক্ষার জন্য আন্দোলন। আরো উপস্থিত নাগরিক ঐক্য পরিষদে কেন্দ্রীয় নেতাকর্মী বৃন্দ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন