প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

রামগড় থানার অভিযানে ০৩ পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার

মোঃমাসুদ রানা,স্টাফ রিপোর্টারঃ খাগড়াছড়ির রামগড় থানার বিশেষ অভিযানে ০৩ পরোয়ানভুক্ত আসামীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার ভোর রাতে রামগড় থানার চৌকস অফিসার এসআই মোঃ সামছুল আমীন ও মোহাম্মদ জাফর আলম সহ সংগীয় ফোর্সের সহায়তায় তথ্য প্রযুক্তির মাধ্যমে চট্রগ্রাম জেলার ফটিকছড়ি থানার বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করিয়া জিআর- ০১টি ও সিআর ০২টি সহ মোট ০৩টি পরোয়ানা। নারী ও শিশু মামলার পরোয়ানাভুক্ত আসামী মোঃ সাইফুল ইসলাম (২৯), আরিফুল ইসলাম (২২) উভয় পিতা,আবুল কালাম,সাং-লামকুপাড়া ও জিআর মামলার পরোয়ানাভুক্ত মোঃআনোয়ার হোসেন (৩২), পিতা-আজহার মিয়া, সাং-বলিপাড়া গ্রেফতার করা হয়।

রামগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) দেব প্রিয় দাশ জানান, আসামীরা গ্রেফতার এড়ানোর জন্য বিভিন্ন জায়গায় ছদ্মভাবে থাকে। আমরা তথ্য প্রযুক্তি ব্যবহার করে আসামীদের সনাক্ত করতে সক্ষম হয়েছি। আমাদের অভিযান চলমান থাকবে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন