প্রিন্ট এর তারিখঃ শনিবার ৪ অক্টোবর, ২০২৫ ১৯ আশ্বিন, ১৪৩২ ১১ রবিউস সানি, ১৪৪৭

কুড়িগ্রামের রাজারহাটে কৃষকের খামারে গিয়ে সাইলেজ তৈরিতে উদ্বুদ্ধকরণ

মোঃ আরিফুল ইসলাম,কুড়িগ্রাম জেলা প্রতিনিধি: 

কৃষকের খামারে গিয়ে, মাটির গর্তে ও  ড্রামে আধুনিক প্রযুক্তি ভিত্তিতে সাইলেজ তৈরি শিখাচ্ছে প্রাণি পুষ্টির উন্নয়নে উন্নত জাতের ঘাস চাষ সম্প্রসারণ ও লাগসই প্রযুক্তি হস্তান্তর প্রকল্প।
বুধবার (৩১ জানুয়ারি) কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বিভিন্ন ইউনিয়নে কৃষকের খামারে গিয়ে, মাটির গর্তে ও  ড্রামে আধুনিক প্রযুক্তি ভিত্তিতে সাইলেজ তৈরি করে দেখান তারা।
দুধ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এবং খামারিদের লাভবান করতেই এমন উদ্যোগ। পশুখাদ্যের মধ্যে কাঁচা ঘাস খুবই গুরুত্বপূর্ণ। দুধ উৎপাদন বৃদ্ধিতে কাঁচা ঘাসের বিকল্প নেই। সাইলেজ মূলত সবুজ ঘাস সংরক্ষণ করার একটি পদ্ধতি। বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করে সবুজ ঘাসের পুষ্টি উপাদান সঠিক রেখে বায়ুশূন্য অবস্থায় সবুজ ঘাসকে ভবিষ্যতের জন্য প্রক্রিয়াজাত করে রাখার প্রক্রিয়াকে সাইলেজ বলা হয়। সাইলেজ পুষ্টিকর একটি গোখাদ্য প্রস্তুত প্রক্রিয়া, যার বহুবিধ উপকারিতা রয়েছে।
বাংলাদেশ জনসংখ্যার দিক থেকে খুবই ঘন বসতিপূর্ণ। আবাদি জমির পরিমাণ অনেক কম। তাই যেখানে মানুষের খাদ্য উৎপাদনেই নাভিশ্বাস উঠছে, সেখানে গবাদিপশুর খাদ্য উৎপাদন অনেকটা চ্যালেঞ্জের।
এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো: মাহফুজার রহমান,প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা মো: সাইদুর রহমান ,সি ই এ মাধব সরকার উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন