প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

হবিগঞ্জ পুলিশ সুপার ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৪ সমাপনী খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

গরামকৃষ্ণ তালুকদার বিশেষ প্রতিনিধিঃ 

০১ ফেব্রুয়ারি ২০২৪ ইং হবিগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ের ব্যাডমিন্টন গ্রাউন্ডে “পুলিশ সুপার ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৪” এর সমাপনী খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শাহ মিজান শাফিউর রহমান বিপিএম-বার, পিপিএম-সেবা, ডিআইজি, সিলেট রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, সিলেট মহোদয়।

হবিগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার আক্তার হোসেন, বিপিএম-সেবা মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাছির উদ্দিন আহমেদ, পুলিশ সুপার, ইন্টেলিজেন্স অ্যান্ড ক্রাইম ম্যানেজমেন্ট, (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), রেঞ্জ ডিআইজি’র কার্যালয়, সিলেট, মোঃ মনজুর রহমান পিপিএম (বার), পুলিশ সুপার, মৌলভীবাজার, মোঃ হায়াতুন-নবী, পুলিশ সুপার, পিবিআই, হবিগঞ্জ ও মাহবুবুর রশীদ জুয়েল, চেয়ারম্যান, জুলফিকার স্টীল কোম্পানী লিঃ।

পুলিশ সুপার ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৪ সমাপনী খেলায় পুলিশ পরিদর্শক হতে তদুর্দ্ধ (একক) চ্যাম্পিয়ন মোহাম্মদ খলিলুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), হবিগঞ্জ ও রানার্সআপ হাসিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), হবিগঞ্জ। কনস্টেবল হতে এসআই (দৈত) চ্যাম্পিয়ন পুলিশ লাইন্সে কর্মরত কনস্টেবল/মেহেদী হাসান ও কনস্টেবল/জুবায়ের আহমেদ এবং রানার্সআপ এর কৃতিত্ব অর্জন করেন লাখাই থানায় কর্মরত কনস্টেবল/উজ্জ্বল মিয়া ও কনস্টেবল/আলমগীর হোসেন। তাছাড়াও সেরা অফিসার খেলোয়াড়ের কৃতিত্ব অর্জন করেন মোহাম্মদ খলিলুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), হবিগঞ্জ ও সেরা কনস্টেবল খেলোয়াড়ের কৃতিত্ব অর্জন করেন কনস্টেবল/জুবায়ের আহমেদ।

খেলা শেষে বিজয়ীদের মধ্যে শুভেচ্ছা পুরস্কারসহ কাপ তুলে দেন প্রধান অতিথি, বিশেষ অতিথি ও পুলিশ সুপার, হবিগঞ্জ মহোদয়।

এছাড়াও অনুষ্ঠানে হাসিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), হবিগঞ্জ, মোঃ শামসুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস), হবিগঞ্জ, মোহাম্মদ খলিলুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), হবিগঞ্জ, আবুল খয়ের, সহকারী পুলিশ সুপার (বাহুবল সার্কেল), হবিগঞ্জ, নির্মলেন্দু চক্রবর্তী, সহকারী পুলিশ সুপার (মাধবপুর সার্কেল), হবিগঞ্জ, জেলার সকল থানার অফিসার ইনচার্জসহ খেলা সমন্বয়কারী ও অংশগ্রহণকারী পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন