প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

কিশোরগঞ্জের ভৈরবে ১৩ লক্ষ টাকার ভারতীয় চিনিসহ ২ চোরাকারবারী আটক

Open photo
তাড়াইল উপজেলা প্রতিনিধি:– কিশোরগঞ্জের ভৈরবে ১৩ লক্ষ টাকার ভারতীয় চিনিসহ দুইজনকে আটক করেছে র‌্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্পের সদস্যরা। এসময় ১ টি কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে। আটককৃতরা হলেন, যশোর কোতয়ালী থানার চাচড়া গ্রামের মাঠপাড়া এলাকার মোবারক শেখ এর ছেলে রাজু শেখ ও একই উপজেলার শেখ হাটি আদর্শ পাড়ার আছালত মণ্ডলের ছেলে আল আমিন (২৫)। র‌্যাব সুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৩১ জানুয়ারি বুধবার রাত ৯টায় পৌর শহরের নাটাল মোড় এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় একটি কাভার্ড ভ্যান তল্লাশী করে শুল্কফাঁকি দেওয়া ১০ হাজার কেজি ভারতীয় চিনি উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১৩ লক্ষ টাকা। এ ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে। তাদের তল্লাসি করে ০২ টি মোবাইল ও নগদ ১৬ হাজার টাকাসহ কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে। এ বিষয়ে ভৈরব থানায় মামলা দায়ের পূর্বক আসামী হস্তান্তর প্রক্রিয়াধীন। কিশোরগঞ্জের ভৈরবে ১৩ লক্ষ টাকার ভারতীয় চিনিসহ ২ চোরাকারবারী আটক। নূরুন্নাহার নূর তাড়াইল উপজেলা প্রতিনিধি:- কিশোরগঞ্জের ভৈরবে ১৩ লক্ষ টাকার ভারতীয় চিনিসহ দুইজনকে আটক করেছে র‌্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্পের সদস্যরা। এসময় ১ টি কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে। আটককৃতরা হলেন, যশোর কোতয়ালী থানার চাচড়া গ্রামের মাঠপাড়া এলাকার মোবারক শেখ এর ছেলে রাজু শেখ ও একই উপজেলার শেখ হাটি আদর্শ পাড়ার আছালত মণ্ডলের ছেলে আল আমিন (২৫)। র‌্যাব সুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৩১ জানুয়ারি বুধবার রাত ৯টায় পৌর শহরের নাটাল মোড় এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় একটি কাভার্ড ভ্যান তল্লাশী করে শুল্কফাঁকি দেওয়া ১০ হাজার কেজি ভারতীয় চিনি উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১৩ লক্ষ টাকা। এ ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে। তাদের তল্লাসি করে ০২ টি মোবাইল ও নগদ ১৬ হাজার টাকাসহ কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে। এ বিষয়ে ভৈরব থানায় মামলা দায়ের পূর্বক আসামী হস্তান্তর প্রক্রিয়াধীন। স্টাফ রিপোর্টার-নূরুন্নাহার তাড়াইল কিশোরগঞ্জ প্রতিনিধি: মোবাইল নং:- স্টাফ রিপোর্টার-নূরুন্নাহার তাড়াইল কিশোরগঞ্জ প্রতিনিধি: মোবাইল নং:-

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন