প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

বাকেরগঞ্জে ডাকাত শাহাদাৎ এর নারী ও শিশু নির্যাতন মামলায় ৫ বছরের সাজা প্রদান

ফাতেমা আক্তার মাহমুদ ইভা স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ: নজরুল ইসলাম আলীম//বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার ১২ নং রঙ্গশ্রী ইউনিয়নের বিহারীপুর গ্রামের মোঃ মোস্তফা খানের পুত্র মোঃ শাহাদাৎ খানকে নারী ও শিশু নির্যাতন মামলায় ৫ বছরের সাজা প্রদান করেন বরিশালের বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত।আদালত সূত্রে জানা যায় যে,উপজেলার ১৪ নং নিয়ামতি ইউনিয়নের বাংলাবাজার নামক স্থানের মোসাঃ হেনা বেগমের বসত ঘরের জমা জমি জোরপূর্বক ভাবে দখলের চেষ্টা করিলে তাহাতে হেনা বেগম ডাকাত সাহাদাৎকে বাঁধা প্রদান করিলে ডাকাত সাহাদাৎ তাহাতে হেনা বেগমের উপর ক্ষিপ্ত হয়ে দেশীয় অস্ত্রশাস্ত্রে সজ্জিত হয়ে হেনা বেগমের উপর পৈশাচিক ভাবে নির্যাতন করা সহ শীলতাহানী করিলে তাহাতে হেনা বেগম নিরুপায় হয়ে ডাকাত শাহাদাৎকে খানকে প্রধান আসামী করে মোকাম বিজ্ঞ বরিশাল নারী ও শিশু দমন নির্যাতন ট্রাইবুনাল আদালতে মামলা দায়ের করেন।অতঃপর বিজ্ঞ আদালত গত ইংরেজি ২০২৩ সালের ৩০ অক্টোবর মাসের ডাকাত সাদাতৎ এর অনুপস্থিতে তাকে দোষী সাব্যস্ত করে ৫ বছরের সহশ্রম কারাদণ্ড সহ ২৫ হাজার টাকা অর্থদণ্ডে দন্ডিত করেন।বিজ্ঞ বিচারক উক্ত রায় আরো উল্লেখ করেন যে, উক্ত দন্ডিত টাকা প্রদানে ব্যর্থ হলে আরো তিন মাসের সহশ্রম কারাদন্ডে দণ্ডিত হবেন বলে আদালত সূত্রে জানা যায়।যাহার নারী ও শিশু মামলা নং-৩৬/২০২৩। বর্তমানে আসামের ডাকাত শাহাদাৎ সিঙ্গাপুরে পলাতক অবস্থায় রয়েছেন বলে পারিবারিক সূত্রে জানা যায়।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন