বিশেষ প্রতিনিধি: এস এম তাজুল হাসান সাদ:. সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলা
নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে ৩১ জানুয়ারী বুধবার সকালে চোরাচালান সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে
উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর দাশের সভাপতিত্বে বক্তব্য রাখেন
উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আজাহার আলী, পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রদীপ সানা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল ইসলাম, মথুরেশপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, কালিগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আরাফাত আলী, কার্যনির্বাহী সদস্য ফজলুল হক, সরকারি কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গোপাল চন্দ্র গাইন, কুশুলিয়া ইউপি চেয়ারম্যান শেখ আবুল কাশেম মোহাম্মদ আব্দুল্লাহ, ভাড়াশিমলা ইউপি চেয়ারম্যান নাজমুল হাসান নাঈম, বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, দক্ষিণ শ্রীপুর ইউপি চেয়ারম্যান গোবিন্দ মন্ডল, রতনপুর ইউপি চেয়ারম্যান এম আলিম আল রাজী টোকন, মৌতলা ইউপি চেয়ারম্যান ফেরদাউস মোড়ল, হাজী তফিল উদ্দীন মহিলা মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট শেখ শফিউল্লাহ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক গ্রামডাক্তার মিলন কুমার ঘোষসহ বিজিবি’র বিভিন্ন ক্যাম্পের নায়েক ও সুবেদারবৃন্দ, সরকারি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এসভায় বালি ও মাটি বহনকারী অবৈধ ডাম্পার চলাচল নিয়ন্ত্রণ চুরি ও ডাকাতি বন্ধে টহল জোরদার চোরাচালান নিয়ন্ত্রণে সীমান্তে কঠোর নজরদারি। সরকারি জায়গা অবৈধ দখল বন্ধে ব্যবস্থা গ্রহণসহ বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়