প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

রামগড়ে আইএফআইসি ব্যাংকের উপশাখার শুভ উদ্বোধন

মোঃমাসুদ রানা,স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ির রামগড়ে আইএফআইসি ব্যাংকের উপ-শাখার শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার (৩১ জানুয়ারী) দুপুর ০১টায় রামগড় পৌরসভার মাষ্টারপাড়া হাফেজ শপিং কমপ্লেক্সে ভবনের দ্বিতীয়তলায় ব্যাংকটির উপশাখা উদ্বোধন করা হয়। ব্যাংকের উপশাখা উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা আয়োজন করা হয়। ব্যাংকটির রামগড় উপশাখার ইনচার্জ কৌশিক চন্দ্রের সঞ্চালনা ও ফটিকছড়ি উপজেলার শাখা ব্যবস্থাপক হামিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন,রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কার্বারী। স্বাগত বক্তব্য রাখেন, খাগড়াছড়ির ব্রাঞ্জের উপ ব্যবস্থাপক জয়নুল আবদিন। এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার,মাষ্টারপাড়া ওয়ার্ড কাউন্সিলর আহসান উল্যাহ সহ প্রমুখ। এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, জনপ্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে প্রধান অতিথির ফিতা কেটে উপশাখার উদ্বোধন ঘোষণা করেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন