প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

নওগাঁর মান্দায় জনতা ব্যাংকের শাখা ব্যবস্থাপক আবদুল খালেককে বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

উজ্জ্বল কুমার সরকার নওগাঁঃ নওগাঁর: মান্দায় জনতা ব্যাংক পিএলসি ‘মান্দা শাখা’র ব্যবস্থাপক আব্দুল খালেককে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। একই অনুষ্ঠানে নতুন শাখা ব্যবস্থাপক মুহাম্মদ ফজলে রাব্বীকে বরণ ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়। বুধবার (৩১ জানুয়ারী) দুপুরে মান্দা শাখা কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ব্যাংকটির নওগাঁ এরিয়া অফিসের উপ-মহাব্যবস্থাপক এনামুল বশির।ব্যাংকের মান্দা শাখা কার্যালয়ের সিনিয়র অফিসার রায়হান সিদ্দিকের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, নওগাঁ কর্পোরেট শাখার সহকারী মহাব্যবস্থাপক ওমর ফারুক, মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক কাজী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম। এসময় উপস্থিত ছিলেন, পল্লী উন্নয়ন কর্মকর্তা সেলিনা পারভীন, গ্রাহক শরিফুল ইসলাম, সত্যেন্দ্রনাথ প্রামানিক, মোজাম্মেল হক মুকুল ও নেকবর হোসেন। নওগাঁ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন