প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

নওগাঁয় ভ্রাম্যমাণ আদালতে মাটি ব্যবসায়ীর মোবাইল কোর্টের মাধ্যমে ৬০হাজার টাকা জরিমানা

উজ্জ্বল কুমার সরকার নওগাঁঃ নওগাঁর বদলগাছীতে অবৈধ ভাবে জমির উপরি ভাগের মাটি কেটে ইটভাটায় বিক্রির অভিযোগে এক মাটি ব্যবসায়ীকে মোবাইল কোর্টের মাধ্যমে ৬০হাজার টাকা জরিমানা করা হয়েছে। ৩০ জানুয়ারী মঙ্গলবার বিকালে বদলগাছী উপজেলার মিঠাপুর ইউনিয়নের কসবা এলাকায় কসবার চরে কৃষি জমির উপরিভাগের( টপ সয়েল) মাটি কেটে ভাটায় বিক্রির অভিযোগে এক মাটি ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার তৃপ্তি কণা মন্ডল, এসময় ঐ ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এ মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে এই অর্থদণ্ড প্রদান করেন।এসময় বদলগাছী থানার এস আই মেহেদী হাসান তার সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে তাঁকে সহযোগিতা করেন। ভবিষ্যতে অবৈধ ভাবে জমির উপরি ভাগের মাটি কাটা থেকে বিরত থাকার মুসলেকা নিয়ে তাঁকে ছেড়ে দেওয়া হয়। নওগাঁ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন