প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

কিশোরগঞ্জে বড়ভিটা আফজালুল উলুম বহুমূখী ফাজিল ডিগ্রি মাদ্রাসায় নবীন বরন ও বিদায় অনুষ্ঠান

Open photo

মোঃ আল আমিন ইসলাম  বার্তা সম্পাদক: নীলফামারীতে বড়ভিটা আফজালুল উলুম বহুমূখী ফাজিল ডিগ্রি মাদ্রাসায় নবীন শিক্ষার্থীদের বরন এবং আসন্ন দাখিল পরিক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বুধবার (৩১ জানুয়ারি) সকালে জেলার কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা আফজালুল উলুম বহুমূখী ফাজিল ডিগ্রি মাদ্রাসা মাঠের মূল ফটক চত্তরে এই অনুষ্ঠানের আয়োজন করেন অত্র প্রতিষ্ঠান প্রধান অহিদুল ইসলাম।অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থীদের পুষ্প বৃষ্টির মাধ্যমে বরন করে নেয় প্রতিষ্ঠানে অধ্যায়নরত প্রাক্তন শিক্ষার্থীরা। এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ হাফিজুর রহমান জেলা শিক্ষা অফিসার, নীলফামারীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এটিএম নুরুল আমীন শাহ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কিশোরগঞ্জ, নীলফামারি,আলহাজ্ব ফজলার রহমান চেয়ারম্যান বড়ভিটা ইউনিয়ন পরিষদ এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। মোজাফফর হোসেন সুপার রনচন্ডি বসুনিয়া পাড়া বালিকা দাখিল মাদ্রাসা সহ অন্যান্যরা।অনুষ্ঠানের সভাপতি জনাব রেজাউল আলম স্বপন তার বক্তব্যে নবীন শিক্ষার্থীদের আগামীদিনে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার প্রত্যয়ে তাদের প্রতিনিয়োত প্রতিষ্ঠানে আসার মাধ্যমে নিয়মিত পাঠদানে সংযুক্ত থাকার কথাও তুলে ধরেন তিনি।অনুষ্ঠানে সমাপনী বক্তব্য প্রদানকালে নবীনদের সামনে যুগোপযোগী শিক্ষা কাঠামোর কথা তুলে ধরার তাদের উজ্জ্বল ভবিষ্যত কামনা করেন একই সাথে বিদায়ী শিক্ষার্থীদের জন্য শুভকামনা জানান তিনি।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন