প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

জয়পুরহাটে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ৩দিন ব্যাপী জাতীয় পিঠা উৎসব শুরু

মোঃ নেওয়াজ মোর্শেদ নোমান,জয়পুরহাটঃ বাঙালির খাদ্য সংস্কৃতি ও ঐতিহ্যের অন্যতম উপাদান পিঠা, যা শুধু খাবারই নয়, অনুপম স্মৃতি ভান্ডারও’। – এ প্রতিপাদ্য নিয়ে আজ বুধবার থেকে জয়পুরহাটে ৩দিন ব্যাপী জাতীয় পিঠা উৎসব-১৪৩০ শুরু হয়েছে।বাংলাদেশ শিল্পকলা একাডেমি’র আয়োজনে ও জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় শহরের জয়পুরহাট শহীদ ডাক্তার আবুল কাশেম ময়দানের শহীদ মিনার প্রাঙ্গণে- এ পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে।আজ বুধবার বিকেলে জয়পুরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মোঃ আব্দুস সবুর আনুষ্ঠানিক ভাবে এ পিঠা উৎসবের উদ্বোধন করেন।উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার কেএমএ মামুন খান চিশতী।এ পিঠা উৎসবে ৩০জন পিঠা প্রস্তুতকারী (রন্ধন)শিল্পীর ১০টি ষ্টল স্থান পেয়েছে। পিঠা উৎসব মঞ্চে দর্শক-ক্রেতাদের উৎসাহিত করতে প্রতিদিন বাউল সংগীত পরিবেশনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ।উল্লেখ্য,প্রতিদিন বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত সর্বসাধারণের জন্য এ মেলা উন্মুক্ত থাকছে (*অর্থাৎ এতে কোন টিকিটের ব্যবস্থা করা হয়নি)।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন