প্রিন্ট এর তারিখঃ সোমবার ৭ই জুলাই, ২০২৫ ২৩শে আষাঢ়, ১৪৩২ ১১ই মহর্‌রম, ১৪৪৭

নির্ধারিত সময়ের মধ্যে শেচ ক্যালেনে পানি পেয়ে খুশি এলাকাবাসীরা

মোঃ আল আমিন ইসলাম,বার্তা সম্পাদক: নির্ধারিত সময়ের মধ্যে এস সিক্সটি সেচ ক্যালেনে পানি ঢুকালেন ডালিয়া ডিভিশন। যারা অক্লান্ত পরিশ্রম করছেন নির্বাহী প্রকৌশলী, মোঃ আসফাউদদৌলা ডালিয়া পওর বিভাগ, বাপাউবো, ডালিয়া, নীলফামারী। জনাব মোঃ ফিরোজ আহমেদ উপ সহকারী প্রকৌশলী, ডালিয়া নীলফামার। নির্ধারিত সময়ের মধ্যে পানি পেয়ে খুশি এলাকাবাসীরা যা দিয়ে গরিব চাষিরা চাষাবাদ করতে পারে এজন্য মহাখুসি এই এলাকাবাসীরা।তারা বলেন নির্ধারিত সময়ের মধ্যে পানি পেয়ে আমরা অনেক খুশি এবং আমরা সুন্দরভাবে চাষাবাদ করতে পারব এবারে। ,. এলাকাবাসীরা কৃতজ্ঞতা এতে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড ডালিয়া ডিভিশনের কর্মকর্তাদের।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন