মোঃ আল আমিন ইসলাম,বার্তা সম্পাদক: নির্ধারিত সময়ের মধ্যে এস সিক্সটি সেচ ক্যালেনে পানি ঢুকালেন ডালিয়া ডিভিশন। যারা অক্লান্ত পরিশ্রম করছেন নির্বাহী প্রকৌশলী, মোঃ আসফাউদদৌলা ডালিয়া পওর বিভাগ, বাপাউবো, ডালিয়া, নীলফামারী। জনাব মোঃ ফিরোজ আহমেদ উপ সহকারী প্রকৌশলী, ডালিয়া নীলফামার। নির্ধারিত সময়ের মধ্যে পানি পেয়ে খুশি এলাকাবাসীরা যা দিয়ে গরিব চাষিরা চাষাবাদ করতে পারে এজন্য মহাখুসি এই এলাকাবাসীরা।তারা বলেন নির্ধারিত সময়ের মধ্যে পানি পেয়ে আমরা অনেক খুশি এবং আমরা সুন্দরভাবে চাষাবাদ করতে পারব এবারে। ,. এলাকাবাসীরা কৃতজ্ঞতা এতে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড ডালিয়া ডিভিশনের কর্মকর্তাদের।