প্রিন্ট এর তারিখঃ সোমবার ৭ই জুলাই, ২০২৫ ২৩শে আষাঢ়, ১৪৩২ ১১ই মহর্‌রম, ১৪৪৭

রামপালে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ

রামপাল বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের রামপালে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পঞ্চমবারের মত গণপ্রজাতন্ত্রী হওয়ায় আওয়ামী লীগের উন্নয়ন ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকাল সাড়ে ৪ টায় রামপাল উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে রামপাল সদরে এ উন্নয়ন ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ মোজাফফর হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ (অব:) মোতাহার রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নুরুল হক লিপন, মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. হোসনেয়ারা মিলি, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. বজলুর রহমান, আওয়ামী লীগ নেতা মো. শরিফুল ইসলাম, আরাফাত হোসেন কচি, জালাল উদ্দীন দুলাল, ইকরামুল কবীর কচি, হাওলাদার আবু তালেব, কুদরতি ইনামুল বাশার বাচ্চু, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. হাফিজুর রহমান প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে সর্বক্ষেত্রে যে উন্নয়ন সাধিত হয়েছে তা পূর্বের কোন সরকারের আমলে হয়নি । এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আওয়ামী লীগ সরকার উন্নয়নের রাজনীতি করে বলেই পঞ্চম বারের মত গণতন্ত্রের মানসকন্যা শেখ হাসিনা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী হয়েছেন। এ সময় জননেত্রী শেখ হাসিনা পঞ্চম বারের মত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় তাঁকে অভিনন্দন জানানো হয়।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন