প্রিন্ট এর তারিখঃ সোমবার ৭ই জুলাই, ২০২৫ ২৩শে আষাঢ়, ১৪৩২ ১১ই মহর্‌রম, ১৪৪৭

প্রধান অতিথি বক্তব্য রাখেন নরসিংদী জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মনজুর এলাহী

মোঃ কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধি নরসিংদী: অদ্য ৩০/০১/2৪ ইং মঙ্গলবার বিকেলে নরসিংদী জেলা, শিবপুর উপজেলা,পুটিয়া ইউনিয়নের জামিয়া ফারুকিয়া শেরপুর মাদ্রাসার ও এতিম খানা শিক্ষার্থীদের বিদায় ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিল্পপতি , দানবীর নরসিংদী নরসিংদী সদর থেকে , একাধারে দুইবার নির্বাচিত সাবেক উপজেলা চেয়ারম্যান , নরসিংদী জেলা বিএনপি সদস্য সচিব আলহাজ্ব মনজুর এলাহী, বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন , মক্তব থেকে নাজেরা বিভাগ ৪৯ জন , হেফজ বিভাগ থেকে ২০ জন , ফজিলত ২য় বর্ষ , মিশকাত জামায়াত বিভাগ ৪ জন । প্রধান অতিথি মনজুর এলাহী বলেন এই মাদ্রাসা ১০০% ছদগাহ জারিয়া এই মাদ্রাসার ডিগ্রী পর্যন্ত আছে, দাওরা হাদিস পর্যন্ত হবে ইনশাল্লাহ। দাওরা হাদিস পর্যন্ত যদি না করা যায় তাহলে মনে হবে আমার জীবনে এটাই কমতি ছিল। আজকের এই বিদায় ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আনন্দ ও কষ্টের , তবুও আমাদের বিদায় দিতে হবে, কারণ তাদেরকে আরো উচ্চতর শিক্ষায় শিক্ষিত হতে হবে তারা যেন উচ্চশিক্ষা শিক্ষিত হয়ে সারাদেশে শিক্ষার আলো বিলিয়ে দেওয়ার মাধ্যমে সুনাম অর্জন করিতে পারেন , আমি যতবার, শেরপুর মাদ্রাসা ও এতিমখানায় এসেছি তারাই আমার খেদমত করিতে ব্যস্ত ছিল। আজ তাদেরকে বিদায় দিতে কষ্ট হলেও বিদায় দিতে হবে। প্রধান অতিথি আরও বলেন তুমি যদি জান্নাতে যাইতে চাও তাহলে আলেম হও যদি আলেম হতে না পারো তবে, নিজের সন্তানকে আলেম বানাও, সন্তানকে যদি আলেম বানাতে না পারো আলেমদের সাথে আত্মীয় কর , আর আত্মীয় করিতে যদি না পারো, তাদেরকে মহাব্বত করো দাওয়াত দাও বন্ধুত্ব কর, পুরি শেষে প্রধান অতিথি পিতা মরহুম হাজী আমেদ আলি ও অসুস্থ মাতার জন্য সকলের নিকট দোয়া কামনা করেন। প্রধান অতিথি আলহাজ্ব মনজুর এলাহীর তত্ত্বাবধানে পরিচালিত গ্রামের মনোরম, সুন্দর পরিবেশে কোরআন হাফেজ ও স্নাতক দ্বিতীয় বর্ষ পর্যন্ত জেনারেল ইসলামী শিক্ষা সমন্বয়ে একটি আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান । উক্ত ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানে মোট ছাত্র ৪০০ জনের উপরে শিক্ষার্থী রয়েছে । কোলাহল মুক্ত নিরিবিলি ও মনোরম পরিবেশে পাঠদান , সার্বক্ষণিক সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত , বাংলা গণিত ইংরেজি সহ আরবির উপর সমান গুরুত্বারোপ , দুর্বল ও অমনোযোগী ছাত্রদের বিশেষ মেহনতের মাধ্যমে মনোযোগী করে তোলাই এ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক দের কাজ, শিক্ষাবৃত্তি ও মেধাবৃত্তির সুব্যবস্থা , বাৎসরিক শিক্ষা সফরের ব্যবস্থা , সর্বক্ষেত্রে সুন্নাতে রাসূলের অনুসরণ ও ৩০ জন দক্ষ, অভিজ্ঞ ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক মন্ডলী দ্বারা পাঠদান, সুন্দর হস্তলিপি ও মেধা বিকাশের বিভিন্ন প্রশিক্ষণ , ক্লাসে পড়া ক্লাসেই সম্পন্নকরন , সেমিস্টার পদ্ধতিতে পাঠদান , শিক্ষা প্রতিষ্ঠানটিতে রয়েছে ছাত্রদের জন্য খেলার মাঠ এবং চারজন বাবুর্চি দুটি গেট পাহারাদার সহ অন্যান্য সুযোগ সুবিধা। অএ মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মুসলেহ উদ্দিন হুজুরের(০১৭১৫৫১২০৮০) সভাপতিত্বে উপস্থিত ছিলেন, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিদায়ী শিক্ষার্থীদের অভিভাবক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ , শিক্ষকবৃন্দ, আলোচনা শেষে দোয়া মাহফিল ও সকলের সার্বিক সহযোগিতা ও মঙ্গল কামনা করে এবং মেহমানদারির মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তিকরণ হয়।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন