প্রিন্ট এর তারিখঃ সোমবার ৭ই জুলাই, ২০২৫ ২৩শে আষাঢ়, ১৪৩২ ১১ই মহর্‌রম, ১৪৪৭

জন্মদিনে আনন্দিত হওয়ার কিছু নেই, জন্মদিন মানেই মৃত্যুর দিকে আরও একটি বছর এগিয়ে যাওয়া

শেখ নাসির শেখ নাসির কুষ্টিয়াঃ আগামী ৩ই ফেব্রুয়ারি ২০২৪, কুষ্টিয়া জেলা মুক্তিযোদ্ধার সন্তান প্রজন্মের সম্মানিত সদস্য ও কুমারখালী উপজেলা মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্মের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শেখ মোঃ নাসিরের ২৪ তম শুভ জন্মদিনের সবাইকে শুভেচ্ছা জানিয়ে তিনি জানান, জন্মদিনে আনন্দিত হওয়ার কিছু নেই। জন্মদিন মানেই মৃত্যুর দিকে আরও একটি বছর এগিয়ে যাওয়া। পৃথিবীতে আসার সময় প্রতিটি মানুষই একটি করে আলাদিনের প্রদীপ নিয়ে আসে। কিন্তু খুব কম মানুষই সেই প্রদীপ থেকে ঘুমন্ত দৈত্যকে জাগাতে পারে। বেঁচে থাকার মত আনন্দ আর কিছুই নেই। কত অপূর্ব দৃশ্য চারিদিকে। মন দিয়ে আমরা কখনো তা দেখি না। যখন সময় শেষ হয়ে যায়, তখনি শুধু হাহাকারে হৃদয় পূর্ণ হয়। সেই সাথে আরো জানান, কুমারখালী উপজেলার সকল মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারদের জন্য যতবার আন্দোলন হয়েছে মুক্তিযোদ্ধাও তাদের পরিবার গুলো বিপদে আপদে আমাকে পাশে পেয়েছে। এ ভাবে সারা জীবন মানুষের পাশে থেকে যেন সবার উপকার করতে পারি, শুধু মুক্তিযোদ্ধা ও তাদের পরিবার নয়, যে কোনে গরীব, অসহায়, দুঃস্থ ব্যাক্তি যে কোন বিপদে-আপদে আমার কাছে আসলে তাদেরকে আমি অর্থ দিয়ে না হলেও আমার সামর্থ্য অনুযায়ী সাহায্য ও সহযোগিতা করব। ইনশাআল্লাহ্। সবাইকে আমার জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন