প্রিন্ট এর তারিখঃ সোমবার ৭ই জুলাই, ২০২৫ ২৩শে আষাঢ়, ১৪৩২ ১১ই মহর্‌রম, ১৪৪৭

অসহায় শীতার্ত শিক্ষার্থীদের মাঝে দি মিলেনিয়াম স্টার স্কাউট স্কুল এন্ড কলেজ

Open photo

মাটি মামুন রংপুর: অসহায় গরীব শীতার্ত ছাত্র ছাত্রীদের মাঝে কম্বল বিতরণ করেন রংপুর দি মিলেনিয়াম স্টার স্কাউট স্কুল এন্ড কলেজ। বাংলাদেশ সেনাবাহিনী কতৃক পরিচালিত এ প্রতিষ্ঠান প্রতি বছরের নেয় এবছরেও অসহায় হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেছেন। ২৯ জানুয়ারি ২৪ ইং সোমবার সকাল দশটায়, রংপুরের পীরগাছা উপজেলাধীন ১নং কল্যানী ইউনিয়নের ৯নং ওয়ার্ড তৈয়ব গ্রামে আমির হামযা (রা:) মডেল মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়। এ সময় দি মিলেনিয়াম স্টার স্কাউট স্কুল এন্ড কলেজের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন ৯নং ওয়ার্ড ইউপি সদস্য সাংবাদিক শাহীন মির্জা সুমন, আমির হামযা (রা:) মডেল মাদ্রাসার সভাপতি মো: নুরুল আমিন, সাধারণ সম্পাদক মো: মুক্তার হোসেন, সদস্য রমজান আলী, অভিভাবক মো: রহুল আমিন সহ অত্র মাদ্রাসার প্রধান শিক্ষক মুফতী মো: মুশফিকুর রহমান ও সহকারী শিক্ষক বৃন্দ। শীতবস্ত্র বিতরণকালে দি মিলেনিয়াম স্টার স্কাউট স্কুল এন্ড কলেজ” কতৃপক্ষ বলেন প্রতি বছর অসহায় শীতার্ত মানুষের জন্য গরম কাপড় বা কম্বল বিতরণ করে আসছি। আল্লাহ্ যেন আমাদের আরো বড় পরিসরে মানুষের সেবা করার তৌফিক দান করেন। সমাজের সকলের কাছে অনুরোধ জানিয়ে তারা আরও বলেন, আপনার একটু সহযোগীতায় একজন মানুষের একটু হলেও কষ্ট লাগব হতে পারে। তাই যতোটুকু সম্ভব অসহায় মানুষের পাশে দাঁড়ান। শীতবস্ত্র বিতরণ শেষে ওয়ার্ড ইউপি সদস্য শাহীন মির্জা সুমন দি মিলেনিয়াম স্টার স্কাউট স্কুল এন্ড কলেজ কতৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আমার গ্রামের মানুষ বরাবরই ন্যায্য অধিকার থেকে বঞ্চিত নানামুখী বৈষম্যের শিকার হচ্ছে। ইউপি সদস্য হিসেবে আমি আজকের দাতা গোষ্ঠীকে ধন্যবাদ জানাই। মানবতার কল্যাণে তাদের এ পথচলা থাকুক চির অম্লান এটাই প্রত্যাশা। মাদ্রাসার সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন মানবতার কল্যাণে দি মিলেনিয়াম স্টার স্কাউট স্কুল এন্ড কলেজ”কতৃপক্ষের পথচলা দীর্ঘদিনের। আমরা জেনেছি প্রতিষ্ঠার পর থেকেই অসহায়, দুস্থ মানুষদের জন্য কাজ করে যাচ্ছে। দেশের ক্রান্তিলগ্নে, মানবতার কল্যাণে তাদের কর্মকাণ্ড বেশ প্রসংশার দাবিদার। ১৫০ শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন