মোঃ রায়হান স্টাফ রিপোর্টার: কক্সবাজার জেলার উত্তর বনবিভাগ পেকুয়া উপজেলার পহর চাঁদা বিটের আওতাধীন বন বিভাগের জমি হরিলুট চলছে। বন বিভাগের জমি দখল এবং সেই জমিতে ভবন নির্মাণ করে স্থায়ীভাবে বেদখল হয়ে যাচ্ছে বিট কর্মকর্তার যোগ সাতশে। সরে জমিনে যেয়ে দেখা যায় উক্ত বিটের প্রায় দুই তৃতীয়াংশ জমি বেদখল হয়ে গেছে। বিট অফিসের ঠিক পিছনে পেটান মাদবর পাড়া নাজিম উদ্দিন ও হেলাল উদ্দিন, সর্ব পিতা- কবির আহমদ, কয়েক বছর পূর্বে বন বিট কর্মকর্তার সাথে যোগাযোগ করে বন বিভাগের জমি দখল করে। এবছর দুই ভাই তাদের দখল চিরস্থায়ী করার জন্য সেখানে দুইটি পাকা ভবন নির্মাণ করছে। দুই ভাইয়ের স্ত্রী এবং পাড়া-প্রতিবেশীর কাছে জিজ্ঞাসা করে জানা যায় প্রত্যেকটি পাকা ঘর নির্মাণ করার জন্য বিট কর্মকর্তাকে ৩০ হাজার টাকা করে দিতে হয়েছে। বন রক্ষক এখানে বন ভক্ষকে পরিণত হয়েছে। ঘটনার সত্যতা যাচাই এর জন্য বিট কর্মকর্তার অফিসে গিয়ে দেখা যায় অফিসটি তালা মারা রয়েছে। সেখানে একটি প্রাণী ও নেই। অনেক খোঁজা খুঁজির পর তার একটি মোবাইল নম্বর পাওয়া গেলেও সেটাতে সংযোগ পাওয়া যায়নি। এলাকাবাসীর কাছে জানা যায়, একটি টিনের বেড়া দিতে গেলেও বিট কর্মকর্তাকে টাকা দিতে হয়। এভাবে সরকারি বনবিভাগের জমি সুলভ মূল্যে বিক্রি করে খাচ্ছে বিট কর্মকর্তা। সচেতন মহল মনে করেন, অতি সত্বর বন বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টি আমলে না নিলে ভবিষ্যতে ওই বিটে বনবিভাগের দখলে এক ইঞ্চি জমিও থাকবে না।