নিজস্ব প্রতিবেদকঃ র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৫, সিপিসি-১ এর অভিযানে চোলাই মদ প্রস্ততকালে ১১৫০ লিটার চোলাইমদ সহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। গ্রেফতারকৃত আসামীদ্বয় একটি সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্র। তারা দীর্ঘদিন ধরে চোলাই মদ প্রস্তুত করে বিভিন্ন এলাকার মাদক ব্যবসায়ী, মাদকসেবী এবং এলাকার যুবকদের মাঝে খুচরা এবং পাইকারী দরে বিক্রি করত। গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি চৌকষ আভিযানিক দল অভিযান পরিচালনা করে তাদেরকে বিপুল পরিমাণ মদ এবং মদ প্রস্তুতের বিভিন্ন উপকরণসহ হাতেনাতে গ্রেফতার করে।
অভিযানটি গত ২৮ জানুয়ারি ২০২৪ ইং তারিখ রাত ১১:১০ মিনিটে রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন মোহনপুর ইউনিয়নের পালশা মরা ফেলা গ্রামস্থ এলাকায় পরিচালনা করে এতে চোলাই মদ তৈরী, সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে শ্রী মহাদেব রায় (৩০), পিতা-শ্রী মনোহরী রায়, মাতা-শ্রী গজলী রানী রায়, ওপর জন শ্রী সুশীল রায় (৫০), পিতা-মৃত কালীপদ রায়, মাতা-মৃত শুভ দাসী, উভয় সাং-পালশা মরা ফেলা, ইউনিয়ন-মহোনপুর ৫নং ওয়ার্ড, থানা-গোদাগাড়ী, জেলা- রাজশাহী’দ্বয়কে ১৫৫০ লিটার চোলাই মদ এবং চোলাই মদ প্রস্তুত করণের বিভিন্ন উপকরণ সহ হাতেনাতে গ্রেফতার করে। আসামি দের বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় মামলা রুজু করা হয়েছে।