প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

নওগাঁর সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মানববন্ধন কর্মসূচি পালিত

উজ্জ্বল কুমার সরকার নওগাঁঃ

সিলেটের জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নারকীয় তাণ্ডব চালিয়ে স্বাস্থ্যকর্মীর উপর হামলা, ভাংচুর, অগ্নিসংযোগ ও সরকারি সম্পত্তি বিনষ্টের প্রতিবাদে ইউএইচএফপিও ফোরামের ডাকা দেশব্যাপী প্রতিবাদের অংশ হিসেবে বেলা ১২ টায় সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নওগাঁয় বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও ইউএইচএফপিও ফোরামের কেন্দ্রীয় সহ সভাপতি ডা: রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে হাসপাতালের ডাক্তার, নার্সসহ সর্বস্তরের কর্মকর্তা, কর্মচারি অংশগ্রহণ করেন।এসময় স্বাস্থ্য প্রতিষ্ঠানে হামলাকারীদের সর্বোচ্চ শাস্তি দাবি করা হয়। এছাড়া কর্মস্থলের নিরাপত্তায় সশস্ত্র আনসার বা স্বাস্থ্য পুলিশ চালুর ব্যাপারে সরকারের কাছে জোর দাবি তুলে ধরে বক্তব্য প্রদান করা হয়।
নওগাঁ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন