প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

নওগাঁর পোরশায় ভারতীয় ট্যাপেন্টাডল টেবলেটসহ দুই জন আটক

উজ্জ্বল কুমার সরকার নওগাঁঃ

নওগাঁর পোরশায় সীমান্ত এলাকা থেকে ২০ পিচ ভারতীয় ট্যাপেন্টাডল টেবলেটসহ দুই মাদক চোরাকারবারিকে আটক করেছে ১৬বিজিবি নিতপুর ক্যাম্পের টহলদল আটককৃতরা হলেন রঘুনাথপুর গ্রামের মৃত আঃ হামিদ মুন্সির ছেলে আব্দুল মতিন (৪৫) ও নিতপুর মাস্টারপাড়ার সাজেদ আলীর ছেলে আঃ রহমান (২৩)।আটকৃতদের রোববার বিকালে পোরশা থানায় সোপর্দ করা হয়েছে বলে জানা গেছে।
১৬বিজিবি ডি কোম্পানী নিতপুর বিওপি সবেদার মুনসেদ আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ২৩০/৫৩এর ১.৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তর টেকঠা ইব্রাহীমের ভাটা থেকে মাদকসহ তাদের আটক করা হয়। এসময় দোয়ারপাল গ্রামের মোকলেছুর রহমানের ছেলে ওয়ালেদ হোসেন (৩০) ও পশ্চিম রঘুনাথপুর গ্রামের রমজান আলীর ছেলে রহিদুল ইসলা (৩০) পালিয়ে যায়। এব্যাপারে একইদিন বিকালে পোরশা থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে বলে তিনি জানান।
নওগাঁ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন