প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

মানবিক কাজে বিশেষ অবদান রাখায় সম্মাননা স্মারক পেল মানবতার কল্যাণে আমরা সংগঠন

মোঃ আতিকুল্লাহ চৌধুরীঃ  

হাটহাজারী থানার অন্তর্গত দক্ষিণ মোহাম্মদ পুর ফয়জিয়া তালিমুল কোরআন মাদ্রাসা র ২৯ তম বার্ষিক সভা ও দস্তারবন্দী মাহফিল উপলক্ষে সামাজিক ও মানবিক কাজে বিশেষ অবদান রাখায় উত্তর চট্টগ্রামের সেচ্ছাসেবী ও রক্তদাতা সংগঠন মানবতার কল্যাণে আমরা ও মানবতার কল্যাণে ব্লাড ডোনার্স কে সম্মাননা স্মারক প্রধান করা হয়েছে।

২৯ শে জানুয়ারি ২৪ সোমবার বিকাল ৩টা দক্ষিণ মোহাম্মদ পুর ফয়জিয়া তালিমুল কোরআন মাদ্রাসার দস্তারবন্দী সম্মেলনে থেকে মানবতার কল্যাণে আমরা ও মানবতার কল্যাণে ব্লাড ডোনার্স
এর কার্যকারী সদস্য বৃন্দ সম্মাননা স্মারক টি গ্রহণ করেন।

মানবতার কল্যাণে আমরা ও মানবতার কল্যাণে ব্লাড ডোনার্স এই সংগঠন টা প্রতিষ্ঠার শুরু লগ্ন থেকে এই পর্যন্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান স্কুল মাদ্রাসায় ফ্রি ব্লাড ক্যাম্পিং এবং সামাজিক কাজে ও বিশেষ অবদান রেখেছেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন