প্রিন্ট এর তারিখঃ সোমবার ৬ অক্টোবর, ২০২৫ ২১ আশ্বিন, ১৪৩২ ১৩ রবিউস সানি, ১৪৪৭

বড়াইগ্রামে আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে বড়াইগ্রাম থানা পুলিশ

স্টাফ রিপোর্টার মোঃ সাহাবুল আলমঃ নাটোরের বড়াইগ্রামে আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে বড়াইগ্রাম থানা পুলিশ।

রবিবার মধ্যরাতে নাটোরের বিভিন্ন জায়গা অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।এ সময় তাদের কাছ থেকে ইজিবাইকের বিভিন্ন খন্ডিত অংশ উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন পাবনার ঈশ্বরদীর মৃত করিম মন্ডলের ছেলে জহুরুল মন্ডল(৪০),নাটোরের লালপুরের সাদিপুর সরদারপাড়া গ্রামের মৃত জায়েম উদ্দিনের ছেলে বাদশা সরদার(৪৫),ঈশ্বরপাড়ার গোলজার হোসেনের ছেলে রাশিদুল ইসলাম(২৬),
তেবাড়িয়া পালপাড়া গ্রামের মৃত রমজান আলীর ছেলে সাব্বির হোসেন(২৭) এবং রাজশাহীর পুঠিয়া উপজেলার ছোট সেনবাগ গ্রামের মৃত তোরাব আলীর ছেলে রতন হোসেন(২৮)।
পুলিশ জানায় গত ২৬ জানুয়ারি উপজেলার বনপাড়া বাইপাস থেকে ইয়াকুব আলীর একটি ইজিবাইক চুরি হয়।তার অভিযোগের প্রেক্ষিতে বনপাড়া পুলিশ তদন্তকেন্দ্রের পুলিশ পরিদর্শক সিরাজুল ইসলামের নেতৃত্বে একটি টিম অভিযানে নামে।গোপন সংবাদের ভিত্তিতে নাটোরের তেবাড়িয়া,লালপুর ও গোপালপুর থেকে ইজিবাইকের খন্ডিত অংশসহ আন্তঃজেলা চোরচক্রের ৫ সদস্যকে আটক করা হয়।তারা জেলার বিভিন্ন জায়গা থেকে অটোভ্যান, ইজিবাইক চুরি করতো।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন