প্রিন্ট এর তারিখঃ সোমবার ৬ অক্টোবর, ২০২৫ ২১ আশ্বিন, ১৪৩২ ১৩ রবিউস সানি, ১৪৪৭

গুইমারায় ৪৫তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

মোঃ সালাউদ্দিন:-খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়াম মাঠে ২দিনব্যাপী ৪৫তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করেন গুইমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেমং মারমা।

২৯জানুয়ারী সোমবার সকালে এমেলার আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, গুইমারা উপজেলা নির্বাহী অফিসার রাজিব চৌধুরী,গুইমারা থানার অফিসার ইনচার্জ ( ওসি) মোঃ আরিফুল আমিন, উপজেলা কৃষি অফিসার ওঙ্কার বিশ্বাস, গুইমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্মল নারায়ণ ত্রিপুরা, হাফছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংশে চৌধুরী, গুইমারা কলেজের অধ্যক্ষ নাজিম উদ্দীন, সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবলু হোসেন, গুইমারা ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা জায়নুল আবদীনসহ উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষক, শিক্ষিকা ও ছাত্র-ছাত্রী।

এবারের প্রতিযোগিতায় থাকছে তরুণ বিজ্ঞানীদের নানা সৃজনশীল বৈজ্ঞানিক প্রকল্প অলিম্পিয়াড কুইজ ও বিভিন্ন উদ্ভাবনী প্রকল্পের প্রদর্শনী। এ প্রতিযোগিতার আয়োজন করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন