প্রিন্ট এর তারিখঃ সোমবার ৬ অক্টোবর, ২০২৫ ২১ আশ্বিন, ১৪৩২ ১৩ রবিউস সানি, ১৪৪৭

সাংবাদিক তালাত মাহমুদ এর উপর অতর্কিত সন্ত্রাসী হামলা

মোঃ মোবারক হোসেন নাদিম,বিশেষ প্রতিনিধি:  আজ নরসিংদী প্রেসক্লাবে সামনে উপজেলার মোড়ে সাংবাদিক তালাত মাহামুদের উপর অতর্কিত সন্ত্রাসী হামলা চালায় বাবুল নামে সাংবাদিক ও তার সন্ত্রাসী বাহিনী। সাংবাদিক তালাত মাহমুদ বর্তমানে দৈনিক বজ্রশক্তি পত্রিকার নরসিংদী সদর প্রতিনিধি ও দৈনিক জাগ্ৰতদেশ পত্রিকার নরসিংদী জেলা প্রতিনিধি,ও অভিযান টিভির বিশেষ প্রতিনিধি।আজ সকাল ১১:৩০ মিনিটে কথিত সাংবাদিক বাবুল ওরফে বোমা বাবুল সাংবাদিক তালাত মাহমুদ এর উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং ঘটনা তদন্ত করে সঠিক বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। আইন শৃঙ্খলা বাহিনী দৃষ্টি আকর্ষণ করছি। সাংবাদিক তালাত মাহমুদ এর উপর অতর্কিত হামলাকারী শাস্তির দাবি করছি।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন