প্রিন্ট এর তারিখঃ বুধবার ৮ অক্টোবর, ২০২৫ ২৩ আশ্বিন, ১৪৩২ ১৫ রবিউস সানি, ১৪৪৭

সাঁথিয়া উপজেলা চেয়ারম্যানের উপর হামলা করেছে সাঁথিয়ার দুই চিহ্নিত সন্ত্রাসী

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি : পাবনার সাঁথিয়া উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ারের ওপর হামলা করেছে সাঁথিয়ার দুই চিহ্নিত সন্ত্রাসী। রোববার (২৮ জানুয়ারি) চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ (দেলোয়ার) সাঁথিয়া সরকারি কলেজ মসজিদে এশার নামাজ পড়তে যাওয়ার পথে ওৎ পেতে থাকা দু’জন সন্ত্রাসী তাকে কিল-ঘুষি মেরে দ্রুত স্থান ত্যাগ করে। মুখে কাপড় ঢাকা থাকলেও চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ (দেলোয়ার) তাদেরকে চিনতে পেরেছেন বলে জানান। একজনের বাড়ি দক্ষিণ বোয়াইলমারীর আলী আশরাফুল ইসলাম,পিতা নূর ইসলাম। অপরজনের বাড়ি গাগড়াখালি গ্রামের আল আমীন। এরা উভয়ই চিহ্নিত অপরাধী, নানা প্রকার অসামাজিক কাজের সঙ্গে জড়িত বলে জানান তিনি। তাদের বিরুদ্ধে সাঁথিয়া-বেড়া সড়কে ছিনতাই ও ডাকাতির অভিযোগ রয়েছে। এ ব্যাপারে আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার সাঁথিয়া থানায় অভিযোগ দায়ের করেছেন। সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আনায়ার হোসেন জানান, অভিযোগ অনুসারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন