প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার ৮ই জুলাই, ২০২৫ ২৪শে আষাঢ়, ১৪৩২ ১২ই মহর্‌রম, ১৪৪৭

মোহনপুরে সড়ক দুর্ঘটনা রোধে স্থানীয় সাংবাদিকদের মানববন্ধন

Open photo

মোঃ আফতাবুল আলম রাজশাহী জেলা প্রতিনিধি: রাজশাহী-নওগাঁ মহাসড়কের মোহনপুরে একের পর এক দুর্ঘটনায় ঘটনা ও প্রাণহানি প্রতিরোধে মোহনপুরে কর্মরত সাংবাদিকদের উদ্যোগ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এতে পুলিশ প্রশাসন, ট্রাফিক পুলিশ, ফায়ার সার্ভিসসহ একাত্মতা ঘোষনা করে মানব বন্ধনে অংশ নেয়। সোমবার (২৯ জানুয়ারি) বেলা ১১টায় মহাসড়কের কেশরহাট জিরো পয়েন্ট, মোহনপুর উপজেলা সদর, সইপাড়া, ত্রিমোহনী, মৌগাছি, খয়রা, বিদিরপুর মোড়ে পর্যায়ক্রমে পৃথক মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, মোহনপুর উপজেলা ট্রাফিক জোন ইনচার্জ টিআই রবিউল ইসলাম, ট্রাফিক সার্জেন্ট আব্দুর রাজ্জাক, থানা পুলিশের এসআই সাখাওয়াত হোসেন, ফায়ার সার্ভিস স্টেশন অফিসার নিতাই চন্দ্র ঘোষ, দৈনিক আজকের বসুন্ধরা প্রত্রিকার স্টাফ রিপোর্টার আনসার তালুকদার স্বাধীন, পদ্মাটাইমস২৪.কমের নিজস্ব প্রতিবেদক ও ডেইলি ভয়েজ অব এশিয়া পত্রিকার প্রতিনিধি রায়হানুল হক রিফাত, দৈনিক আমাদের রাজশাহী পত্রিকার স্টাফ রিপোর্টার রুবেল সরকার, দৈনিক সোনার দেশ পত্রিকার মোহনপুর উপজেলা প্রতিনিধি মোস্তফা কামাল, দৈনিক সানশাইন পত্রিকার মোহনপুর প্রতিনিধি রাসেল সরকার, সাংবাদিক ফয়সাল, রফিকুল আলম সোহেল, হালিম, মশিউর, আতাউর রহমান পলাশসহ স্থানীয় অন্যান্য স্থানীয় সাংবাদিক, নিরাপদ সড়ক চাই সংগঠনের কর্মী লিটন মাহমুদসহ স্থানীয় জনসাধারণ।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন