প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার ৮ই জুলাই, ২০২৫ ২৪শে আষাঢ়, ১৪৩২ ১২ই মহর্‌রম, ১৪৪৭

দেবহাটায় চুরি মামলার আসামী গ্রেফতার

আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ সাতক্ষীরা জেলার দেবহাটা থানা পুলিশ চুরির দায়ে অভিযুক্ত এক আসামিকে অভিযান পরিচালনা করে গ্ৰেফতার করেছেন। অভিযুক্ত আসামিকে সোমবার (২৯ জানুয়ারি) আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। থানা পুলিশ জানায় ২৯ জানুয়ারি দিবাগত রাত্র ২ টার সময় এসআই (নিঃ) সেলিম রেজা সঙ্গীয় ফোর্সসহ দেবহাটা থানাধীন সখিপুর খানবাহাদুর আহসান উল্লাহ কলেজ এলাকা হতে মামলা নং-০৯, তারিখ-১৪/১১/২০২৩ ইং এর আসামী মোঃ ওহিদ মালী (৫০), পিতা-মৃত মহাম্মাদ মালী, সাং-গোবিন্দপুর, থানা-কালিগঞ্জ, জেলা-সাতক্ষীরাকে গ্রেফতার করেন। আসামীকে অদ্য ইং-২৯/০১/২০২৪ খ্রিঃ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন