প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার ৯ অক্টোবর, ২০২৫ ২৪ আশ্বিন, ১৪৩২ ১৬ রবিউস সানি, ১৪৪৭

একটি হারানো বিজ্ঞপ্তি

কালিতলা নিবাসী, বর্তমান দিঘলকান্দি গ্রামের তরফদার পাড়া পার্ক সংলগ্ন বাঁধে বসবাস কারী মজিবরের ছেলে- মোঃ সোহাগ, বয়স আনুমানিক ১০ বছর। গতকাল ২৭ জানুয়ারি আনুমানিক দুপুর ১ টার সময়, তার নানার বাড়ি বড়ইকান্দি থেকে হারিয়ে গিয়াছে। কোন সহৃদয়বান ব্যক্তি যদি তার খোঁজ পেয়ে থাকেন, দয়া করে উক্ত নাম্বারে যোগাযোগ করবেন, 01613620200, বাড়ির ঠিকানা : দীঘলকান্দি তরফদার পাড়া পার্ক।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন